জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘তুই আমার হিরো’ সম্প্রতি গল্পের ২৫ বছর এগিয়ে নিয়ে গেছে। জেল থেকে বেরিয়ে শাক্য মরিয়া হয়ে খুঁজছেন তার স্ত্রী আর সন্তানকে। তবে তিনি জানেন না, তার সন্তান আজ সমাজের চোখে একজন কঠোর ও নির্ভীক পুলিশ অফিসার।
এই ২৫ বছরে শাক্য ও আরশির কন্যা মহাগৌরী হয়ে উঠেছেন শহরের এক ডাকসাইটে পুলিশ অফিসার। অন্যায়ের বিরুদ্ধে তিনি আপসহীন। বাবাকে কখনও চিনতে পারেননি মহাগৌরী। যেহেতু বাবা একজন অপরাধী, তাই স্বাভাবিকভাবেই তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। মহাগৌরীর চরিত্রে অভিনয় করছেন মোহনা, যার ফলে তিনি ধারাবাহিকে দ্বৈত চরিত্রে দেখা যাচ্ছেন। বিপরীতে সুজয় রক্ষিতের চরিত্রে অভিনয় করছেন অরুনাভ দে।
দর্শকের দীর্ঘদিনের প্রশ্ন ছিল আরশি কোথায়? সদ্য প্রকাশিত নতুন প্রোমো সেই প্রশ্নের আংশিক উত্তর দিয়েছে। প্রোমোতে দেখা যাচ্ছে, শাক্য এক ব্যক্তির বাড়িতে আসে। সেখানে তাকে গান গাইতে বলা হলে গান ধরতে শুরু করেন। কিন্তু সে জানে না, ওই বাড়ির এক ঘরে বন্দি রয়েছেন আরশি। শাক্যর গলা শুনেই ঘুম ভেঙে যায় আরশির। সে দরজায় ধাক্কা দিতে শুরু করে। অন্যদিকে দরজার আওয়াজ শুনে শাক্যও গানের ধারা থামিয়ে দরজার সামনে চলে আসে। এত কাছাকাছি থেকেও কি এবার হবে দুজনের দেখা, নাকি ভাগ্য আবারও লুকোচুরি খেলার সঙ্গে যুক্ত হবে এই অপেক্ষা এখন দর্শকদের মনে প্রধান উত্তেজনা।
দর্শকরা মোহনাকে দ্বৈত চরিত্রে দেখার জন্য কিছুটা বিভ্রান্ত। অনেকের মতে, একই অভিনেত্রীকে দুটি চরিত্রে দেখানোর বদলে আলাদা চরিত্র আনা যেত। তবুও বিতর্কের মাঝেও প্রোমো দেখে দর্শকরা খুশি এবং গল্পের পরবর্তী মোড় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
পিআর/টিএ