রিয়াল মাদ্রিদের হয়ে এ মৌসুমে সর্বোচ্চ গোলের মালিক এখন কিলিয়ান এমবাপে। দলটির আক্রমণের ভাগের নেতৃত্ব দিচ্ছেন তিনি। দারুণ ফর্মে থাকা এই ফরোয়ার্ডকে গুরুত্বপূর্ণ সময়ে পাচ্ছে না দল। চোটে দল থেকে ছিটকে গেছেন তিনি।
স্প্যানিশ সুপার কাপের সেমি ফাইনালে খেলা হচ্ছে না এমবাপের। হাঁটুর চোটের কারণে ফরাসি ফরোয়ার্ড সৌদি আরব সফরে যাননি। তাতে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ ছাড়াও সম্ভাব্য ফাইনালেও তার মাঠে নামার সুযোগ থাকছে না।
দল থেকে ছিটকে গেলেও রিয়ালের প্রতি বার্তা দিয়েছেন এমবাপে, 'শুভকামনা দলকে। তোমাদের ওপর আমার এক হাজার শতাংশ বিশ্বাস আছে। আমরা জিতবই। এগিয়ে চলো মাদ্রিদ! সুপার কাপ জয়ের জন্য ঝাঁপিয়ে পড়ি।'
চলতি মৌসুমে উড়ন্ত ফর্মে আছেন এমবাপে। এবার সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ ম্যাচ খেলেছেন। যেখানে ২৯ গোলের পাশাপাশি ৫টি অ্যাসিস্টও করেছেন এই ফরাসি ফরোয়ার্ড। শুধু লা লিগায় ১৮ ম্যাচে ১৮ গোল করেছেন তিনি।
আগামীকাল বাংলাদেশ সময় রাত ১টায় অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে রিয়াল
এসকে/টিএ