আন্তর্জাতিক পরিসরে পবিত্র কোরআন প্রতিযোগিতার ২১তম সংস্করণের মর্যাদাপূর্ণ বাছাইপর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গত সোমবার আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে এই অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত পর্বের আগে অনুষ্ঠিত এই বাছাইপর্বে বিশ্বের ৪৮টিরও বেশি দেশের প্রতিযোগীরা অংশ নিচ্ছেন। আলজেরিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী জানান, আশা করি অংশগ্রহণকারী দেশের সংখ্যা বেড়ে প্রায় ৫০টিতে পৌঁছাতে পারে।
তিনি বলেন, এবারের আসর আন্তর্জাতিক অঙ্গনে পবিত্র কোরআনের প্রতি ক্রমবর্ধমান আগ্রহ ও এই প্রতিযোগিতার উচ্চ মর্যাদারই প্রতিফলন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক প্রতিযোগীর অংশগ্রহণ প্রমাণ করে, কোরআনের তেলাওয়াত ও হিফজের ক্ষেত্রে এই প্রতিযোগিতা আজ একটি বিশ্বস্বীকৃত প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
তিনি আরও জানান, প্রতিযোগিতার বাছাইপর্বগুলো ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। বিচারক হিসেবে রয়েছেন আলজেরিয়ার চারজন অভিজ্ঞ কোরআন বিশেষজ্ঞের পাশাপাশি সিরিয়ান আরব প্রজাতন্ত্র ও ওমানের সুলতানি থেকে একজন করে আন্তর্জাতিক বিচারক।
তিনি পুনরায় জোর দিয়ে বলেন, আলজেরিয়ান রাষ্ট্র প্রতিযোগিতার মর্যাদা বাড়াতে নতুন নতুন বিভাগ সংযোজন এবং পুরস্কারের অর্থমূল্য বৃদ্ধি করে আসছে। এর মাধ্যমে কোরআনের হাফেজ ও তিলাওয়াতকারীদের প্রতি সরকারের দৃঢ় অঙ্গীকার ও সম্মান আরও সুদৃঢ় হয়েছে।
এবি/টিকে