ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হবেন-এমন পূর্বাভাস দিয়ে বাজি ধরে এক অজ্ঞাত পরিচয়ের ট্রেডার প্রায় ৪ লাখ ১০ হাজার ডলার লাভ করেছেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ কোটি টাকার বেশি।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, বাজি ধরার অনলাইন প্ল্যাটফর্ম পলিমার্কেটে ওই ট্রেডার মাদুরোকে আটক ও পতনের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক বাজিতে বিনিয়োগ করেছিলেন। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের আগে এ ঘটনার সম্ভাবনা খুব কম বলে ধরা হচ্ছিল।
পলিমার্কেটের তথ্য অনুযায়ী, মাদুরো আটক হওয়ার আগে এসব বাজির মোট মূল্য ছিল প্রায় ৩৪ হাজার ডলার। তবে ভেনেজুয়েলার নেতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের খবর প্রকাশের পর চুক্তিগুলোর মূল্য হঠাৎ করেই বেড়ে যায়, ফলে ওই ট্রেডার বিপুল অঙ্কের লাভ করেন।
রয়টার্স জানায়, সংশ্লিষ্ট অজ্ঞাত অ্যাকাউন্টটি গত মাসে খোলা হয়। প্রথম দফায় ট্রেডার ২৭ ডিসেম্বর মাত্র ৯৬ ডলার ব্যয়ে এমন চুক্তি কেনেন, যা ৩১ জানুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হামলা চালালে লাভজনক হতো। পরবর্তী কয়েক দিনে তিনি একই ধরনের আরও বাজি ধরেন।
পলিমার্কেটের মতো পূর্বাভাসমূলক বাজারে ‘হ্যাঁ’ বা ‘না’ ভিত্তিক চুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা খেলাধুলা, বিনোদন, রাজনীতি ও অর্থনীতিসহ নানা বাস্তব ঘটনার ফলাফল নিয়ে বাজি ধরতে পারেন। কম দামে কেনা কোনো চুক্তি নির্ধারিত ঘটনার সত্যতা প্রমাণিত হলে ১ ডলারে পরিশোধ হয়, যা অল্প সময়ের মধ্যেই বড় মুনাফার সুযোগ তৈরি করে।
গত সেপ্টেম্বর মাসে পলিমার্কেট যুক্তরাষ্ট্রের কমোডিটি ফিউচার্স ট্রেডিং কমিশন (সিএফটিসি) থেকে অনুমোদন পেয়ে দেশটিতে পুনরায় কার্যক্রম শুরু করে। এটি সম্ভব হয় সিএফটিসি-লাইসেন্সপ্রাপ্ত ডেরিভেটিভস এক্সচেঞ্জ ও ক্লিয়ারিংহাউস (কিউসিইএক্স)-কে ১১২ মিলিয়ন ডলারে অধিগ্রহণের মাধ্যমে।
মাদুরো আটক-সংক্রান্ত লেনদেনগুলো তদন্ত করা হচ্ছে কি না-এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সিএফটিসি তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য পলিমার্কেটের মূল বেটিং প্ল্যাটফর্মে সরাসরি প্রবেশাধিকার নেই। তবে নিষেধাজ্ঞা এড়াতে অনেক ট্রেডার ভিপিএন ব্যবহার করেন বলে জানা গেছে।
পিএ/টিকে