নতুন বছরের শুরুতেই সিনেমায় অভিনয়ের সুখবর জানালেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বিজয়ী রাফা নানজীবা তোরসা। একের পর এক সিনেমায় যুক্ত হয়ে ব্যস্ত সময় পার করছেন এই মডেল-অভিনেত্রী।
বর্তমানে তিনি শুটিং করছেন গ্রামীণ পটভূমিতে নির্মিতব্য সিনেমা ‘মাটি’-এর। এতে তার বিপরীতে অভিনয় করছেন নবাগত আলভী মামুন। সিনেমাটি পরিচালনা করছেন তারিফ সৈয়দ, যিনি গল্প ও চিত্রনাট্যও লিখেছেন। তোরসা জানান, এরই মধ্যে সিনেমাটির বেশির ভাগ দৃশ্যধারণ শেষ হয়েছে। ‘মাটি’ আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এম ডি ইকবাল হোসেন, মাহামুদ আলম ও আশিক সরকার।
এ ছাড়া সম্প্রতি তিনি শেষ করেছেন সমাজে নারীর প্রতি বৈষম্য নিয়ে নির্মিত বিশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’, যার পরিচালক আলী জুলফিকার জাহেদী। একই পরিচালকের আরেকটি সিনেমা ‘নির্জন স্বাক্ষর’-এও অভিনয় করেছেন তোরসা, যেখানে তার বিপরীতে রয়েছেন খায়রুল বাসার। সিনেমা দুটি নির্মাণ শেষ হয়ে এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।
এর পাশাপাশি আরও একটি নতুন সিনেমার কাজ শেষ করেছেন তোরসা। তবে আপাতত পরিচালকের পক্ষ থেকে বিস্তারিত জানানো নিষেধ থাকায় সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক কিছু বলতে চাননি তিনি। জানান, ঘোষণা আসবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে।
চারটি সিনেমা প্রসঙ্গে তোরসা বলেন,“ভিন্ন ভিন্ন গল্পে কাজ করেছি। দর্শক সিনেমাগুলোতে আমাকে নতুনভাবে চিনবে। নিজেকে আলাদাভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। বাকিটা মুক্তির পর দর্শকই বিচার করবেন।”
২০১৯ সালের অক্টোবরে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হন রাফা নানজীবা তোরসা। তার অভিনীত প্রথম টেলিছবি ‘স্বপ্ন তোমার জন্য’। এরপর থেকে নিয়মিত বেছে বেছে কাজ করে যাচ্ছেন তিনি।
এসএন