বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ক্রমেই সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা হারাচ্ছে। লাফিয়ে কমছে তাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজের অনুসারী সংখ্যা।
পার্শ্ববর্তী হওয়ায় আগে থেকেই বাংলাদেশিদের মধ্যে কেকেআরকে সমর্থন করার প্রবণতা ছিল। তাছাড়া এই ফ্র্যাঞ্চাইজিতে দীর্ঘদিন খেলেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
সম্প্রতি ৯ কোটি ২০ লক্ষ রুপিতে মুস্তাফিজ দল পাওয়ার পর আরও বাড়তে থাকে তাদের অনুসারী সংখ্যা। তবে সবশেষ মোস্তাফিজকে বাদ দেয়ার পর ব্যাপকহারে আবার কমতে শুরু করে সেটি।
পশ্চিমবঙ্গভিত্তিক গণমাধ্যম আজকালের তথ্য অনুযায়ী, ফেসবুকে কেকেআরের ফলোয়ার ১৮ মিলিয়ন থেকে কমে ১৭ মিলিয়ন হয়েছে। ফেসবুকেই প্রায় ১০ লাখ ফলোয়ার কমেছে তিন বারের আইপিএল চ্যাম্পিয়নদের। ইনস্টাগ্রামে কেকেআরের ফলোয়ারের সংখ্যা ছিল ৮ মিলিয়ন। মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার পরে ফলোয়ারের সংখ্যা এখন ৭.১ মিলিয়ন। প্রায় ৯ লাখ ফলোয়ার কমেছে শাহরুখ খানের দলের।
এছাড়া, হ্যাশট্যাগ ‘নো মুস্তাফিজুর নো কেকেআর’ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্রাঞ্চাইজিটি পোস্ট দিলেই ভরে যায় ‘হাহা’র বন্যায়। ৩ জানুয়ারি মুস্তাফিজকে ছেড়ে দেয়ার বিবৃতি পোস্টে এখন পর্যন্ত ২ লাখ ৩ হাজার রিঅ্যাকশন পড়েছে। যার মধ্যে ১ লাখ ৩৭ হাজারই অ্যাংরি। হাহা পড়েছে ৪০ হাজার। মন্তব্য করা হয়েছে ৬০ হাজারেরও বেশি। যার মধ্যে বেশির ভাগই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), আইপিএল ও ভারতকে ঘিরে ক্ষোভ ঝাড়া হয়েছে।
এমকে/এসএন