নিয়োগের পর প্রথম মৌসুমেই ফিফা ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়াসহ চেলসিকে দুটি শিরোপা এনে দেন এনজো মারেস্কা। ক্লাবের সঙ্গে পাঁচ বছরের চুক্তি থাকলেও চলতি বছরের প্রথম দিনেই পদত্যাগ করেন তিনি। এরপর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কলাম ম্যাকফারল্যানকে দায়িত্ব দেওয়ার হয়। কিন্তু এক ম্যাচ পরেই সরিয়ে দেওয়া হয় তাকে।
এবার নতুন করে হেড কোচ নিয়োগ নিয়েছে চেলসি। ক্লাবটির দায়িত্ব পেয়েছেন স্ট্রাসবুর্গের সাবেক কোচ লিয়াম রোজেনিয়র। চেলসির সঙ্গে সাড়ে পাঁচ বছরের চুক্তি করেছেন এই ইংলিশ কোচ।
রোজেনিয়রের সঙ্গে চেলসিতে যোগ দিচ্ছেন স্ট্রাসবুর্গের ফার্স্ট টিম কোচ কালিফা সিসে, সহকারী কোচ জাস্টিন ওয়াকার এবং অ্যানালাইসিস প্রধান বেন ওয়ার্নারও।
আগামী বুধবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ফুলহামের মুখোমুখি হবে চেলসি। এই ম্যাচ গ্যালারীতে থাকবেন তিনি। বৃহস্পতিবার নেবেন প্রথম ট্রেনিং সেশন। শনিবার এফএ কাপের তৃতীয় রাউন্ডে চার্লটনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তার আনুষ্ঠানিক কোচিং যাত্রা।
নিয়োগের পর রোজেনিয়র বলেন, ‘‘চেলসির প্রধান কোচ হওয়া আমার জন্য বড় সম্মানের। এই দায়িত্ব আমার কাছে সবকিছু। ক্লাব আমার ওপর যে বিশ্বাস দেখিয়েছে, তার প্রতিদান দিতে সর্বোচ্চ চেষ্টা করব।’’
মঙ্গলবার স্ট্রাসবুর্গ কোচ হিসেবে শেষ সংবাদ সম্মেলন করেন রোজেনিয়র। সেখানেই চেলসির কোচ হওয়ার ব্যাপারে জানান তিনি। যদিও তখন পর্যন্ত বিষয়টি ছিল মৌখিক। তিনি বলেন, ‘‘এমন একটি ক্লাব ও স্কোয়াডের প্রস্তাব ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, যারা ক্লাব বিশ্বকাপজয়ী।’’
২০২৪ সালের জুলাইয়ে স্ট্রাসবুর্গের দায়িত্ব নেন রোজেনিয়র। সে মৌসুমে লিগে দলকে সপ্তম স্থানে রাখতে সক্ষম হয়েছিলেন তিনি। আর ক্লাব ইউরোপিয়ান ফুটবল খেলার যোগ্যতা অর্জন করে। যা ছিল গত আট বছরে প্রথম।
এমআই/এসএন