আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার ঘটনায় বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েন চলছে। এই ঘটনার প্রতিবাদে এবং পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে আগামী বছর আইপিএলের নিলামে নাম দেয়া নিয়ে নতুন করে ভাবছেন তরুণ পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সিলেটে বিপিএলের দল রাজশাহী ওয়ারিয়র্সের অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তানজিম সাকিব নিজের হতাশা প্রকাশ করেন। তিনি বলেন,‘আইপিএল থেকে উনাকে (মুস্তাফিজ) কেন সরিয়ে দেয়া হলো, তা আমরা কেউ জানি না। হয়তো এটি রাজনৈতিক ইস্যু হতে পারে। কিন্তু ক্রিকেটে রাজনীতি না আসাই ভালো। আমরা ক্রিকেটার হিসেবে রাজনৈতিক দিক দিয়ে বিষয়গুলো চিন্তা করি না।’
২০২৬ সালের আইপিএল নিলামে বাংলাদেশের যে ৬ জন ক্রিকেটার নাম দিয়েছিলেন, তানজিম সাকিব ছিলেন তাদের অন্যতম। তবে মুস্তাফিজকে দল থেকে সরিয়ে দেয়ার পর আইপিএল নিয়ে নিজের অনাগ্রহের কথা স্পষ্ট করেছেন এই তরুণ তুর্কি। তিনি জানান,‘একজন ক্রিকেটার হিসেবে আইপিএল খেলার ইচ্ছা থাকে, সেই হিসেবেই আমরা নাম দেই। তবে আগামী বছর নিলামে নাম দেয়ার আগে এজেন্টের সঙ্গে এবং দেশের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব যে আদৌ নাম দেব কি না।’
মুস্তাফিজের সঙ্গে হওয়া আচরণের প্রতিবাদে ইতোমধ্যেই কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি। বিষয়টি এখন আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। আইসিসি সবুজ সংকেত দিলে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে পারে।
আইকে/টিএ