দার্জিলিংয়ের হাড়কাঁপানো শীতের মধ্যে রাতবারোটা ঘড়ির কাঁটার কাছাকাছি, মাফলার ও টুপি জড়িয়ে ঠান্ডা সামলানোও দায় হয়ে দাঁড়ায়। তবু হার মানলেন না অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। সঙ্গে ছিলেন গায়ক শিলাজিত এবং দুর্নিবার সাহা। শৈলশহরে সফল প্রচার অনুষ্ঠান শেষ করে রাতবিরেতে সবাই বেরিয়েছিলেন ম্যালের রাস্তায়। হাড়কাঁপানো ঠান্ডা ও তাপমাত্রা ছয়ের নিচে হলেও সেই রাতটি তাদের জন্য আনন্দ আর খুনসুটিতে ভরা ছিল।
আগামী ৯ জানুয়ারি মুক্তি পাচ্ছে তাদের অভিনীত ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’। তার প্রাক্কালে ডুয়ার্সে সদলবলে পৌঁছান অঙ্কুশ-ঐন্দ্রিলা। শিলিগুড়িতে হাইভোল্টেজ প্রচার অনুষ্ঠান শেষে সোমবার দার্জিলিংয়ে পৌঁছন পুরো টিম। শৈলশহরের দর্শকরা তাদের উপস্থিতি উদযাপন করেছেন। অনুরাগীদের ভিড় কাতারে কাতারে ছিল, যারা ঠান্ডা উপেক্ষা করে উপভোগ করেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলার রসায়ন ও শিলাজিত-দুর্নিবারের গান।
ম্যালের রাস্তায় রাতের মজার মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেছেন শিলাজিত। দেখা যায়, মাফলারে নিজেকে মুড়ে রাখার পরও তিনি উপস্থিত সবাইকে ‘ঘুমো রে ঘুমো’ বলে খুনসুটি করছেন। পাশেই ঐন্দ্রিলা সেই সুরে সুর মিলিয়ে হাসছেন। দূরে ঠান্ডায় প্রায় জমে যাওয়ার মতো অবস্থায় দাঁড়িয়ে অঙ্কুশ, তবু মুখে হাসি অদৃশ্য হয়নি। ঠান্ডা, ক্লান্তি ও শীত উপেক্ষা করে সবাই একে অপরের সঙ্গে রসিকতা আর হাসিমুখে রাত কাটিয়েছেন। শিলাজিতের ক্যামেরায় ধরা পড়া সেই মুহূর্ত দর্শকদের প্রাণকাড়া আনন্দ দিয়েছে।
দার্জিলিংয়ের বরফশীতল রাতেও তাদের উচ্ছ্বাস, রসিকতা এবং হৃদয়গ্রাহী উপস্থিতি ছবির প্রচারের আনন্দকে আরও বর্ধিত করেছে।
এমকে/এসএন