গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্কের পাশে ন্যাটোর ৬ দেশ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বের সর্ববৃহৎ দ্বীপ ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের হুমকির পর এবার যৌথ বিবৃতি দিয়ে ডেনমার্কের পাশে দাঁড়িয়েছে ন্যাটো সামরিক জোটভুক্ত ৬ দেশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) ডেনমার্ক ছাড়াও ন্যাটোভুক্ত আরও ৬ দেশ– ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, ইতালি, পোল্যান্ড ও স্পেন সরকার প্রধানদের এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘গ্রিনল্যান্ড তার জনগণের। ডেনমার্ক ও গ্রিনল্যান্ড সম্পর্কিত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল তাদেরই রয়েছে।’

বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন, পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এবং স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ স্বাক্ষর করেন।

এর আগে সোমবার (৫ জানুয়ারি) ড্যানিশ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডরিকসন হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র সামরিকভাবে আরেকটি ন্যাটো দেশে হামলার সিদ্ধান্ত নেয়, তখন ন্যাটোসহ সবকিছুর সমাপ্তি ঘটবে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে নিরাপত্তা দেওয়া হচ্ছে সেটিরও সমাপ্তি হবে।’

একই দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে তাদের গ্রিনল্যান্ড লাগবে। ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিয়ে আসে মার্কিন সেনারা। এরপর লাতিন আমেরিকার আরও কয়েকটি দেশে হামলাসহ গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়ে আসছেন তিনি।
ট্রাম্প গত রোববার সাংবাদিকদের বলেন, ‘আগামী ২০ দিনের মধ্যে গ্রিনল্যান্ড নিয়ে আলোচনা শুরু হবে।’ ভেনেজুয়েলায় এমন নজিরবিহীন হামলা ও ট্রাম্পের হুমকির ডেনমার্কের নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

৭ দেশের রাষ্ট্রপ্রধানদের দেওয়া যৌথ ওই বিবৃতিতে ইউরোপীয় নেতারা বলেন, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও সীমান্তের অলঙ্ঘনীয়তা সর্বজনীন নীতি এবং আমরা তাদের রক্ষা করব। আর্কটিক নিরাপত্তা ইউরোপের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে রয়ে গেছে এবং এটি আন্তর্জাতিক ও ট্রান্সআটলান্টিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গ্রিনল্যান্ডসহ ডেনমার্ক ন্যাটোর অংশ উল্লেখ করে এতে আরও বলা হয়, আমরা এবং আরও অনেক মিত্র আর্কটিককে নিরাপদ রাখতে এবং প্রতিপক্ষদের প্রতিহত করার জন্য আমাদের উপস্থিতি, কার্যকলাপ এবং বিনিয়োগ বৃদ্ধি করেছি। তাই আর্কটিকের নিরাপত্তা সম্মিলিতভাবে অর্জন করতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্রসহ ন্যাটো মিত্রদের সঙ্গে একত্রে জাতিসংঘ সনদের নীতিগুলো সমুন্নত রেখে, যার মধ্যে রয়েছে সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং সীমান্তের অলঙ্ঘনীয়তা।

উল্লেখ্য, ৩০০ বছরেরও বেশি সময় ধরে ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা প্রাকৃতিক সৌন্দর্য ও খনিজ সম্পদের ভাণ্ডার খ্যাত বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডের আয়তন ২১ লাখ ৬৬ হাজার ৮৬ বর্গকিলোমিটার। অথচ বিশাল আয়তনের এই দ্বীপটির জনসংখ্যা মাত্র ৫৬ হাজার ৫৮৩ জন। এটি আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত একটি বিশাল ভূখণ্ড, যেখানে রয়েছে প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ। গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। ফলে গ্রিনল্যান্ডের সরকার ব্যবস্থায় ডেনমার্ক সরাসরি হস্তক্ষেপ করে না। কিন্তু তাদের নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক বিষয়গুলো ডেনমার্কই নিয়ন্ত্রণ করে থাকে।

এবি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
লিভারপুলের বিপক্ষে এবার ড্র আর্সেনালের Jan 09, 2026
img
শীতে হাতের ত্বক নরম রাখার ঘরোয়া উপায় Jan 09, 2026
img
রুপা কিনবেন? জেনে নিন আজকের বাজারদর Jan 09, 2026
img
ঐক্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি: কবীর ভূঁইয়া Jan 09, 2026
img
অল্প বয়সে চুল পেকে যাচ্ছে? কিভাবে ঠেকাবেন Jan 09, 2026
img
শীতের রাতে মোজা পরে ঘুমানো উপকার না ক্ষতি? Jan 09, 2026
img
শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় যুবকদের নেশা মুক্ত করতে হবে: শেখ আব্দুল্লাহ Jan 09, 2026
img
চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে গ্রেপ্তার ২ Jan 09, 2026
img
৯ জানুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Jan 09, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ Jan 09, 2026
img
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের চেষ্টার অভিযোগে আটক ২ Jan 09, 2026
img
ইরানে কাসেম সোলাইমানির ভাস্কর্য ভেঙে ফেলল বিক্ষোভকারীরা Jan 09, 2026
img
সুইমিংপুলে সাহসী লুকে জেবা জান্নাত Jan 09, 2026
img
বোর্ডে থাকলে মুস্তাফিজ ইস্যুতে নিজের অবস্থান জানালেন তামিম Jan 09, 2026
img
ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন একরামুজ্জামান Jan 09, 2026
img
পুষ্পা টু-তে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন শ্রীলীলা Jan 09, 2026
img
বিশ্বব্যবস্থা ধ্বংস করছে যুক্তরাষ্ট্র : জার্মান প্রেসিডেন্ট Jan 09, 2026
বিপন্ন বিশ্বব্যবস্থা, যুক্তরাষ্ট্রের আচরণে উদ্বেগ জার্মানির Jan 09, 2026
প্রাইমারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের একজন আটক! Jan 09, 2026
জনগণের প্রশ্ন-ভোট হবে কি হবে না? Jan 09, 2026