ওপার বাংলা চলচ্চিত্র জগতের প্রিয় দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় নববর্ষ উদযাপনে সপরিবারে বিদেশ ভ্রমণে গিয়েছিলেন। পুত্র ইউভান এবং কন্যা ইয়ালিনিকে নিয়ে থাইল্যান্ডের সমুদ্রদ্বীপে গিয়ে তারা নতুন বছরকে স্বাগত জানান, আনন্দে মেতেছিলেন পরিবারসহ। মা-মেয়ে বিকিনিতে সমুদ্রসৈকতে সময় কাটিয়েছেন, আর ইউভান আইসক্রিম নিয়ে আনন্দে মেতে উঠেছিলেন। পরিবারিক মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেছেন রাজ নিজেই।
তবে ফেরার পথে সেই আনন্দ মুহূর্তে হঠাৎ ভয়ানক বিপত্তি ঘটে। বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। যাত্রীরা আতঙ্কিত হলেও, বিমানের পাইলট তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন বিমানকে নিরাপদে বিমানবন্দরে ফিরিয়ে আনার। এই তৎপর সিদ্ধান্তে রাজ চক্রবর্তী এবং তাঁর পরিবারসহ সকল যাত্রী নিরাপদে রক্ষা পান। সূত্রের খবর, সেই সময় বিমানের মধ্যেই কান্নাকাটি শুরু করেছিলেন অনেক যাত্রী।
বিপদের পরও রাজ ও শুভশ্রী আবার কর্মজীবনে ফিরেছেন। শুভশ্রী তাঁর সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ এর প্রচার চালাচ্ছেন, যেখানে ‘নটী বিনোদিনী’ চরিত্রে তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। রাজ চক্রবর্তী তাঁর আগামী সিরিজ ‘আবার প্রলয় ২’ এর শুটিং শুরু করেছেন উত্তর কলকাতায়। পারিবারিক আনন্দ আর পেশাগত ব্যস্ততা, দুই দিকেই সমানভাবে এগিয়ে যাচ্ছেন চক্রবর্তী দম্পতি।
পিআর/টিএ