বলিউড–টেলিভিশন জগতের পরিচিত কৌতুকাভিনেত্রেী ও সঞ্চালিকা ভারতী সিংহ দ্বিতীয়বার মা হয়েছেন। ১৯ ডিসেম্বর জন্ম নিয়েছে তাঁর দ্বিতীয় পুত্রসন্তান। জন্মের পরই ভারতী জানিয়েছিলেন, তিনি এখনো কন্যাসন্তানের মা হওয়ার ইচ্ছা পূর্ণ করতে চান, তাই দ্বিতীয় ছেলেকে কিছুতেই ভালোবাসতে পারছেন না।
সন্তানকে মাত্র ১৮ দিনের বয়সে বাড়িতে রেখে ভারতী কাজে ফিরেছেন। তিনি একটি চ্যানেলের রিয়্যালিটি শোয়ের শুটিংয়ে অংশ নিয়েছেন এবং সেখানে উপস্থিত ফটোশিকারিদের সঙ্গে মিষ্টি বিতরণ করেছেন। ভারতী জানান, দ্বিতীয় সন্তানের আগমনে আনন্দ রয়েছে, তবে তাদের পরিকল্পনা থেমে থাকবে না। তিনি হালকা রসিকতার ছলে বলেছেন, পরবর্তী সন্তান হিসেবে ‘কিশমিশ’ আসবে এবং তাঁর স্বামীর কথায়, জীবনে আরও ‘শ্রাবণ’ আসবে।
ভারতী ও হর্ষ লিম্বাছিয়ার বিবাহ ২০১৭ সালে হয়। তাঁদের প্রথম সন্তান লক্ষ্যের জন্ম হয় ২০২২ সালে। ছেলের বয়স মাত্র তিন বছর হতেই ভারতী দ্বিতীয়বার মা হয়েছেন। তিনি আরও জানান, চিকিৎসকেরা তাঁর ফ্যালোপিয়ান টিউব বন্ধ করার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তা তিনি নাকচ করেছেন। ভারতী ও হর্ষ মিলে তৃতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা রেখেছেন, বিশেষ করে কন্যাসন্তানের জন্য।
সন্তান ও কাজের মধ্যে ভারসাম্য বজায় রেখে ভারতী দর্শকদের জন্য আবারও নিজের পেশাদারিত্ব প্রমাণ করেছেন। পরিবার, মাতৃত্ব ও কর্মজীবনের এই সংমিশ্রণ তাঁকে অনুপ্রেরণার এক জীবন্ত উদাহরণ হিসেবে তুলে ধরেছে।
পিআর/টিএ