বলিউড অভিনেতা সাইফ আলী খান সন্তানদের ভবিষ্যৎ, সংগ্রাম এবং বাবা-মা হিসেবে নিজের অবস্থান নিয়ে স্পষ্ট মত প্রকাশ করেছেন। তিনি মনে করেন, সন্তানদের জীবনে সবচেয়ে কষ্টকর দৃশ্য হলো তাদের লড়াই করতে দেখা। তবু সেই লড়াই থেকেই মানুষ তৈরি হয়, চরিত্র গড়ে ওঠে। তাই বাবা-মা হিসেবে সব সিদ্ধান্ত নিজের হাতে নেওয়ার পক্ষপাতী নন তিনি।
সাইফের কথায়, সন্তানদের নিজস্ব সংগ্রাম ও চ্যালেঞ্জ থাকা জরুরি। কারণ জীবনের প্রতিটি বাঁক নিজে পার না হলে দায়িত্ববোধ, আত্মবিশ্বাস ও বাস্তববোধ তৈরি হয় না। তিনি স্বীকার করেছেন, বাবা-মা হিসেবে সন্তানদের কষ্ট দেখতে হয়তো কষ্ট হয়, কিন্তু সেই কষ্ট থেকে দূরে সরিয়ে রাখাই সমাধান নয়। বরং তাদের নিজেদের পথ খুঁজে নিতে দেওয়া উচিত।
তারকাসন্তানদের জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে। সেই প্রেক্ষিতেই সাইফের এই বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। তিনি মনে করেন, সুযোগ দেওয়া আর চাপিয়ে দেওয়ার মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। সন্তানদের পাশে থাকা দরকার, কিন্তু তাদের হয়ে সিদ্ধান্ত নেওয়া নয়।
অভিনেতার এই দৃষ্টিভঙ্গি শুধুমাত্র তারকা পরিবারের জন্য নয়, বরং সাধারণ অভিভাবকদের কাছেও এক বাস্তব বার্তা বহন করে। সন্তানদের ব্যর্থতা, সংগ্রাম ও চ্যালেঞ্জই শেষ পর্যন্ত তাদের মানুষ করে তোলে-এই বিশ্বাসেই আস্থা রাখেন সাইফ আলী খান।
পিআর/টিএ