মা–বাবা হওয়ার পর থেকেই ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের জীবনে যেন আলোয় ভরে উঠেছে প্রতিটি মুহূর্ত। গত নভেম্বর মাসে প্রথম সন্তানের জন্মের খবর জানিয়ে অনুরাগীদের আনন্দে ভাসিয়েছিলেন তারকা দম্পতি। তারপর থেকেই ‘বেবি কৌশল’কে ঘিরে কৌতূহলের শেষ ছিল না। অবশেষে নতুন বছরের শুরুতেই সন্তানের প্রথম ঝলক সকলের সঙ্গে ভাগ করে নিলেন ভিকি ও ক্যাটরিনা।
বুধবার প্রকাশিত ছবিতে দেখা যায়, মা–বাবার দু’টি হাতের মাঝে ধরা একরত্তির নরম তুলতুলে হাত। সেই দৃশ্যেই যেন ধরা পড়েছে নতুন জীবনের নিরাপদ আশ্রয়। ছবির সঙ্গে ভিকি ও ক্যাটরিনা জানিয়েছেন, তাঁদের সন্তানের নাম রাখা হয়েছে বিহান কৌশল। সন্তানের পরিচয় করিয়ে দিতে গিয়ে তাঁরা লিখেছেন, ঈশ্বর তাঁদের প্রার্থনায় সাড়া দিয়েছেন, এক নিমেষেই জীবন বদলে গিয়েছে, আর সেই বদলে যাওয়া পৃথিবীর জন্য তাঁরা কৃতজ্ঞতায় ভরে উঠেছেন।
ছেলের প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই বলিপাড়ার মামা-মাসি, সহকর্মী ও অনুরাগীদের ভালোবাসায় ভেসে যায় খুদে বিহান। শুভেচ্ছার বন্যায় স্পষ্ট, নতুন বাবা-মা হিসেবে ভিকি ও ক্যাটরিনা এই সময়টা প্রাণভরে উপভোগ করছেন।
এদিকে সন্তানের জন্মঘিরে শুরু হয়েছে জ্যোতিষচর্চাও। জ্যোতিষীদের মতে, রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছে ভিকি-ক্যাটরিনার পুত্রসন্তান। এই নক্ষত্রকে সমৃদ্ধি, সৃজনশীলতা ও আকর্ষণীয় ব্যক্তিত্বের প্রতীক হিসেবে ধরা হয়। রোহিণী নক্ষত্রজাতদের শিল্পকলার প্রতি স্বাভাবিক ঝোঁক থাকে এবং সৃজনশীল কাজে তাঁরা সহজেই সাফল্য পান বলেই বিশ্বাস। জ্যোতিষীদের দাবি, চলচ্চিত্র পরিবারের সন্তান হওয়ায় ভবিষ্যতে খুদে বিহান যদি অভিনয়জগতের পথ বেছে নেয়, তবে জনপ্রিয়তা পাওয়ার যোগও নাকি তার জন্মছকেই রয়েছে।
নতুন জীবনের আলো নিয়ে ভিকি-ক্যাটরিনা পরিবারে যে আনন্দের অধ্যায় শুরু হয়েছে, তা এখন অনুরাগীদের কাছেও এক আবেগের গল্প।
এমকে/টিএ