গত কয়েক বছর ধরে আলোচনার বাইরে নাসির হোসেন। লম্বা বিরতির পর ফিরেছেন বিপিএলে। দীর্ঘ দিন পর আজ দুর্দান্ত এক ইনিংস খেলেছেন নাসির হোসেন। ৯০ রানের ইনিংস খেলার পর সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তিনে সুযোগ পেয়ে তিনি খুশি।
নাসির বলেছেন, ‘আগে তো কেউ সুযোগ দেয়নি ৩ নম্বরে (হাসি)। পারফর্ম করলে তো ভালো লাগবেই। টি-টোয়েন্টিতে আমার মনে হয় উপরে রান করা একটু সহজ থাকে। পাওয়ারপ্লেতে ৯ জন ফিল্ডার ভেতরে থাকে, একটু ঝুঁকি নিলে যেভাবে রান করা যায় পাওয়ারপ্লের পর সেভাবে যায় না। আমি সবসময় পাওয়ারপ্লের মধ্যে ব্যাট করা উপভোগ করি। আজকে চেষ্টা করেছি যত রান করা যায়। ব্যাটেও লাগতেছিল, এরপরে সেভাবে হয়ত রান করা যায় না। চেষ্টা করেছি পাওয়ারপ্লের মধ্যে নতুন বল থাকতে থাকতে যত বেশি রান করে নেওয়া যায়।'
নোয়াখালী আরেকটু বেশি রান করলে ভালো হত কি না এমন প্রশ্নের জবাবে নাসির বলেন, ‘না, দলের যে অবস্থাতে ২-৩ ম্যাচ হেরেছি। মোমেন্টামের জন্য একটা জয় দরকার ছিল।’
তিন নম্বর পজিশনে নামার সিদ্ধান্ত নিয়ে নাসির বলেন, ‘সিদ্ধান্ত অধিনায়ক (মোহাম্মদ মিঠুন) নিয়েছে। বাঁহাতি কেউ আউট হলে হয়ত ইরফান শুক্কুর যেত, ওদের ডানহাতি বাঁহাতি দুই স্পিনারই ছিল। আমরা একসাথে দুইজন ডানহাতি বা বাঁহাতি ব্যাটার ক্রিজে থাকুক চাইনি।’
এর আগে এনসিএল টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে থাকলেও নাসিরকে উপরে ব্যাট করানো হয়নি, ‘দেখেন আমাদের দলে সাইফ ছিল। ৩ নম্বরে সে ব্যাট করে, সে আন্তর্জাতিক প্লেয়ার জাতীয় দলেও করে। এ কারণেই হয়নি হয়তবা।’
এ ছাড়া দলে নিজের ভূমিকা বা ফিনিশারদের ভূমিকা নিয়ে নাসির জানান, ‘যারা প্রিমিয়ার লিগে ৮০০-৯০০ রান করে তারা অনেকে ৬ নম্বরে এসে ব্যাট করে। তখন ১ ম্যাচ বা ২ ম্যাচে হবে রান করবে। আমার মনে হয় জাতীয় দলে যারা ৬-৭ নম্বরে খেলে, তখন তাদেরকেও প্রিমিয়ার লিগেও সেখানে খেলানো হোক। কারণ ৬ নম্বরে অনেক সময় রান লাগে ৬-৭-৮ করে, অত সহজ না।’
আইকে/টিএ