নতুন বছরের শুরুতেই নিজের জন্য বড় সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী ও তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে চেহারা ও ওজন নিয়ে সমাজমাধ্যমে নানা কটাক্ষ, নেতিবাচক মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। সেই অভিজ্ঞতা, ব্যক্তিগত মানসিক চাপ ও রাজনৈতিক ব্যস্ততার প্রভাব পড়েছিল তাঁর দৈনন্দিন জীবনে। তবে এসবের মাঝেই নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার পথে হাঁটলেন সায়ন্তিকা।
গত কয়েক মাস ধরে রাজনৈতিক কাজ নিয়ে অত্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছিলেন তিনি। তার মধ্যেই প্রিয় পোষ্য সিরাজের চলে যাওয়া মানসিক ভাবে গভীর প্রভাব ফেলে। অনিয়মিত খাওয়াদাওয়া, ডায়েটের অভাব এবং অতিরিক্ত চাপের কারণে শরীরেও দেখা দেয় সমস্যা। গ্যাসট্রিকের যন্ত্রণায় ভুগতে শুরু করেন তিনি। এই পরিস্থিতিতে বুঝতে পারেন, নিজের শরীর ও মনের যত্ন নেওয়া জরুরি।
নতুন বছর পড়তেই তাই আবার শরীরচর্চা শুরু করেছেন সায়ন্তিকা। তবে এই সিদ্ধান্ত শুধুমাত্র ওজন কমানোর জন্য নয়। তাঁর কথায়, ওজন সময়ের সঙ্গে এমনিই কমে যাবে, কিন্তু ভিতর থেকে সুস্থ থাকা বেশি জরুরি। তিনি স্পষ্ট করে জানান, সঠিক খাওয়াদাওয়া ছাড়া শুধু জিম করলেই সুস্থ থাকা যায় না। তাই এখন তিনি বাড়ির তৈরি খাবার খাওয়ার দিকেই বেশি নজর দিচ্ছেন।
সামনেই বিধানসভা নির্বাচন। শাসকদলের ব্যস্ততা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি প্রশাসনিক কাজেও যুক্ত রয়েছেন সায়ন্তিকা। এই মুহূর্তে তাই অভিনয়ে ফেরার কোনও পরিকল্পনা নেই তাঁর। তবে নিজের শরীর ও মানসিক সুস্থতার জন্য নেওয়া এই সিদ্ধান্ত ভবিষ্যতের পথচলায় তাঁকে আরও দৃঢ় করবে বলেই মনে করছেন তিনি। রাজনীতি, সমালোচনা আর ব্যক্তিগত লড়াইয়ের মাঝেই নিজের মতো করে এগিয়ে চলার বার্তাই দিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
পিআর/টিএ