বলিউডের ‘ড্রিম গার্ল’ হিসেবে পরিচিত হেমা মালিনী। পর্দার আলোয় মোড়া সেই জীবনের আড়ালেই এক সময় ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন তিনি। অভিনয়জীবনের শুরুর দিকে মুম্বইয়ে পা রেখেই যে দিনগুলো কেটেছিল অজানা আতঙ্কে, সে কথা বহু বছর পর নিজেই সামনে আনলেন কিংবদন্তি অভিনেত্রী।
চেন্নাইয়ে বেড়ে ওঠা হেমা মালিনী অভিনয়ে নিজের জায়গা করে নিতে মুম্বইয়ে এসে শুরুতে থাকতেন একটি ছোট্ট ফ্ল্যাটে। শহরের বদ্ধ পরিবেশ তাঁর ভালো লাগত না। গাছপালা ঘেরা খোলা জায়গায় থাকার অভ্যাস ছিল তাঁর। সেই কারণেই ফ্ল্যাট ছেড়ে একটি বাংলোয় থাকার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু সেই সিদ্ধান্তই হয়ে ওঠে ভয়াবহ অভিজ্ঞতার সূত্র।
এক সাক্ষাৎকারে হেমা জানান, ওই বাংলোয় থাকার সময় প্রায় প্রতিদিন রাতেই তাঁর মনে হতো কেউ যেন এসে তাঁর গলা টিপে ধরছে। আতঙ্কে অস্থির হয়ে উঠতেন তিনি। পরিস্থিতি এতটাই ভয়ানক ছিল যে রাতে তাঁর মা তাঁর সঙ্গেই ঘুমোতেন। মা নিজ চোখে দেখেছেন, কী ভাবে ভয় আর অস্থিরতায় কেটে যেত একের পর এক রাত।
হেমা জানান, যদি এক-দু’দিন এমন ঘটনা ঘটত, তবে হয়তো বিষয়টিকে অন্যভাবে দেখা যেত। কিন্তু দিনের পর দিন একই অভিজ্ঞতা হওয়ায় আতঙ্ক আরও গভীর হয়। পরে বুঝতে পারেন, যে বাংলোয় তাঁরা থাকছিলেন, সেটি আসলে ভূতুড়ে বলে পরিচিত ছিল। এই স্মৃতি তিনি ভাগ করে নিয়েছেন তাঁর জীবনীমূলক বইতেও।
মুম্বইয়ে নিজের জায়গা তৈরি করার লড়াইয়ের পাশাপাশি এই অজানা ভয় তাঁর জীবনের শুরুর দিনগুলোকে আরও কঠিন করে তুলেছিল। তবু সমস্ত আতঙ্ক আর অনিশ্চয়তাকে পিছনে ফেলে অভিনয়ের পথেই এগিয়ে গিয়েছেন হেমা মালিনী। আজ এত বছর পর সেই অভিজ্ঞতা সামনে এনে আবারও বোঝালেন, গ্ল্যামারের আড়ালে কত অদেখা সংগ্রাম লুকিয়ে থাকে তারকাদের জীবনে।
পিআর/টিএ