টলিউডের প্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য আগামী ১৯ জানুয়ারি বিয়ের এক বছর পূর্ণ করবেন। নতুন সংসারের রোমাঞ্চ এবং সুখের মুহূর্ত উপভোগ করলেও একখানা আক্ষেপ তিনি লুকাতে পারছেন না। সম্প্রতি নিজের অনুভূতির কথা জানিয়ে শ্বেতা বললেন, “বিয়ের প্রায় এক বছর হতে চলল, এখনও আমরা মধুচন্দ্রিমায় যেতে পারিনি।” স্বামী রুবেল দাসের ধারাবাহিকের শুটিংয়ের চাপের কারণে তারা এখনও নিজেদের জন্য সময় কাটাতে পারেননি।
শ্বেতা বলেন, “আমি চাই, শ্যামলী চরিত্রের কথা সবাই একটু ভুলে যাক। তাই নিজেকে কিছু সময় দেওয়া দরকার। কিছু সুযোগ এসেছে আমার কাছে, কিন্তু এখনই নতুন কিছু শুরু করতে চাই না। নিজের জন্য কিছুটা সময় রাখতে চাইছি। এদিকে মা কিছুটা অসুস্থ ছিলেন, তাই তার খেয়ালও রাখতে হয়েছে।”
অভিনেত্রী এখন ছুটি নিয়েছেন, কিন্তু রুবেলের ব্যস্ততার কারণে সেই ছুটি পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। শ্বেতা আরও যোগ করেন, “ও রবিবার ছুটি নিতেও চায়, কিন্তু শুটিংয়ের চাপের কারণে সেটা সম্ভব হচ্ছে না। তাই মনখারাপ হচ্ছে। ছুটি পেলে আরও উপভোগ করতে পারতাম।” বর্তমানে শ্বেতা ধারাবাহিকে ফিরে কাজ শুরু করবেন কি না তা নিশ্চিত করেননি। আপাতত তিনি কিছু দিন পরিবার ও সংসারের সঙ্গে কাটাতে চান।
শ্বেতার এই স্বচ্ছ এবং বাস্তব অভিজ্ঞতা নতুন বিবাহিত দম্পতিদের জন্যও পরিচিত মনে হতে পারে, যেখানে ক্যারিয়ার এবং সংসারের মাঝে সমন্বয় রাখা একটি বড় চ্যালেঞ্জ।
পিআর/এসএন