মাদ্রিদ ডার্বিতে কোনো পক্ষ নিচ্ছেন না পাউ কুবার্সি। ফাইনালে আলাদা করে কোনো দলকে চাচ্ছেন না বার্সেলোনার এই তরুণ ডিফেন্ডার। তবে মনের কোণে যে রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জয়ের স্বপ্ন লালন করছেন, সেটাও বুঝিয়ে দিয়েছেন।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে রিয়াল ও আতলেতিকো মাদ্রিদ। আগের দিন আথলেতিক বিলবাওকে হারিয়ে এরই মধ্যে ফাইনালে জায়গা করে নিয়েছে বার্সেলোনা।
দলের ৫-০ ব্যবধানের জয়ে দারুণভাবে রক্ষণ সামাল দেওয়া কুবার্সি সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে বলেন মুভিস্টারের সঙ্গে আলাপচারিতায়।
“সবাই ক্লাসিকো চায়, তবে যে দলই আসুক আমরা শিরোপার জন্য লড়াই করব। বৃহস্পতিবার আমি কোনো পক্ষ নেব না, আমি শান্ত থাকব এবং রিকোভার করব।”