অন্তর্বর্তীকালীন কোচ এখনও চূড়ান্ত করতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। তাই অন্তত আরও একটি ম্যাচে ডাগ আউটে দাঁড়াবেন ড্যারেন ফ্লেচার। তিনি নিজেই জানালেন, এফএ কাপের ম্যাচে তাকে কাজ চালিয়ে যাওয়ার কথা বলেছে ক্লাব।
এফএ কাপে আগামী রোববার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মুখোমুখি হবে ইউনাইটেড।
হুবেন অ্যামুরিকে ছাঁটাই করার পর আপাতত ইউনাইটেডের কোচ হিসেবে কাজ করছেন ক্লাবের অনূর্ধ্ব-১৮ দলের কোচ ফ্লেচার। তার কোচিংয়ে গত বুধবার বার্নলির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটি।
আগামী গ্রীষ্ম পর্যন্ত অন্তর্বর্তী কোচ হিসেবে কাজ করার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে ইউনাইটেড। তবে কোনো নামই এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি।তাই আরেকটি ম্যাচে ডাগআউটে থাকার প্রস্তুতি নেওয়ার কথা বললেন ফ্লেচার। বার্নলির বিপক্ষে ম্যাচের অভিজ্ঞতা নিয়েও বললেন তিনি।
“ওরা যে পারফরম্যান্স করেছে তাতে, ওদের জেতা উচিত ছিল। আমরা অনেক সুযোগ তৈরি করেছি, ৩০টি শট নিয়েছি, গোল-লাইন ক্লিয়ার করেছে, একটি গোল ‘বাতিল হয়েছে।’ আপনি যদি এই ব্যাপারগুলো দেখেন, আমাদের ম্যাচটা জেতা উচিত ছিল।”
“এটা নিখুঁত ছিল না। আমরা মন্থরভাবে শুরু করেছিলাম। আমরা চমৎকার দুটি গোল করেছি। এখনও অনেক কাজ বাকি। তবে আমি ওদের চেষ্টায় খুশি।”
এমআর/এসএন