পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২৭ সালের আসরকে সামনে রেখে দুটি দল বাড়াতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী আসর থেকে টুর্নামেন্টে যুক্ত হচ্ছে হায়দরাবাদ ও শিয়ালকোট।
নতুন এই দুই ফ্র্যাঞ্চাইজি নিলামের মাধ্যমে বিক্রি করেছে পিসিবি। নিলামে হায়দরাবাদ দলের মালিকানা পেয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এফকেএস।
অন্যদিকে শিয়ালকোটের ফ্র্যাঞ্চাইজিটি কিনেছে রিয়েল এস্টেট কনসোর্টিয়াম ওজেড ডেভেলপারস। দামের দিক থেকেও ইতিহাস গড়েছে এই দুইটি দল।
হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির মূল্য ধরা হয়েছে ১৭৫ কোটি পাকিস্তানি রুপি, আর শিয়ালকোট বিক্রি হয়েছে রেকর্ড ১৮৫ কোটি রুপিতে যা পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ।
নতুন দল অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, নতুন মালিকরা শুধু দুটি দলের দায়িত্বই নিচ্ছেন না, তারা পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যতের অংশীদারও। এদিকে আরও সম্প্রসারণের ইঙ্গিতও দিয়েছে বোর্ড।
আগামী বছর অন্তত আরও একটি ফ্র্যাঞ্চাইজি বিক্রির পরিকল্পনা রয়েছে। আসন্ন আসরে মুলতান সুলতান্স পরিচালনা করবে পিসিবি নিজেই। তবে পরবর্তী মৌসুমের আগে নিলামে তোলা হবে এই দলটিও।
পিএসএলের একাদশ আসর শুরু হবে আগামী ১৬ মার্চ। এক মাসেরও বেশি সময় ধরে চলা এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ মে।
আইকে/টিএ