বাবা আব্দুর রহিম সরকারের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করেছেন গণসংহতি আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শুক্রবার (৯ জানুয়ারি) বাদ জুমা এ জিয়ারত করেন। এসময় গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা কবর জিয়ারতে অংশ নেন।
কবর জিয়ারত শেষে আব্দুর রহিম সরকারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় নেতারা মরহুমের কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এসময় বাঞ্ছারামপুর উপজেলা গণসংহতি আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়কারী শামীম শিবলী, ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন বিএনপি এবং উপজেলা গণসংহতি আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে জোনায়েদ সাকি বলেন, আমার আব্বা ছিলেন সাদাসিধে মানুষ। উনি মানুষের উপকার করার চেষ্টা করতেন। তিনি এখন আমাদের মাঝে নেই, আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহতায়ালা যেন তাদের বেহেশতের মেহমান বানান। আপনারাও সবাই আব্বার জন্য দোয়া করবেন।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঐক্যজোট থাকে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে (বাঞ্ছারামপুর) থেকে জোনায়েদ সাকি মনোনয়ন পেয়েছেন।
ইউটি/টিএ