দেখতে দেখতে ছত্রিশ বছরে পা দিলেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। কিন্তু জন্মদিন মানেই ঝলমলে আয়োজন কিংবা বিলাসবহুল উদ্যাপন, সেই পথে হাঁটলেন না তিনি। বরং জীবনের এই বিশেষ দিনটি একেবারে ঘরোয়া পরিবেশে, পরিবার আর কাছের মানুষদের সঙ্গে কাটালেন অভিনেত্রী।
স্বামী যশ দাশগুপ্ত ও ছেলে ঈশানকে পাশে নিয়ে কেক কাটেন নুসরাত । সাদা ও গোলাপি রঙের কেকের সামনে দাঁড়িয়ে অভিনেত্রীর মুখে ছিল শান্ত হাসি। পোশাকেও ছিল না কোনো বাড়াবাড়ি। কালো হাইনেক টপের সঙ্গে সাদা কোট ও সাদা প্যান্টে সাদামাটা কিন্তু স্টাইলিশ লুকে ধরা দেন তিনি। যশ পরেছিলেন সাদা-কালো ডোরাকাটা শার্ট, আর ছোট্ট ঈশান ছিল নীল গেঞ্জি ও কালো জ্যাকেটে।
শুধু পরিবারের সদস্যরাই নন, জন্মদিনের আনন্দে সামিল হয়েছিল বাড়ির দুই পোষ্য সারমেয়ও। ছেলের পাশাপাশি পোষ্যদের কেক খাওয়াতে দেখা যায় নুসরতকে। ছবিতে ধরা পড়েছে বাড়ির গৃহসহায়িকা থেকে শুরু করে ঘনিষ্ঠ মানুষদের উপস্থিতিও। সব মিলিয়ে এই জন্মদিন যে আবেগ আর ভালোবাসায় ভরপুর ছিল, তা স্পষ্ট।
টলিপাড়ার অন্যতম আলোচিত মুখ নুসরাত জাহানের জীবন বরাবরই নানা বিতর্কে ঘেরা। প্রেমজীবন, বিয়ে, সংসার কিংবা মাতৃত্ব, প্রতিটি ধাপেই তাঁকে নিয়ে আলোচনা হয়েছে বিস্তর। তবে এসব নিয়ে কখনও খুব একটা বিচলিত হতে দেখা যায়নি তাঁকে। নিজের মতো করে জীবন কাটানোই বরাবর পছন্দ অভিনেত্রীর। বর্তমানে স্বামী যশ ও ছেলে ঈশানকে নিয়ে সুখেই রয়েছেন নুসরত, আর তারই প্রতিফলন দেখা গেল জন্মদিন উদ্যাপনের ছবিতে।
জন্মদিনের ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, তাঁর জন্মদিনে পাওয়া প্রতিটি শুভেচ্ছা, ভালোবাসা আর সুন্দর ভাবনার জন্য তিনি কৃতজ্ঞ। এই ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যেতে চান বলে জানান নুসরাত। তাঁর কথায়, প্রিয় মানুষদের ভালোবাসাই তাঁর দিনের সবচেয়ে বড় প্রাপ্তি।
প্রসঙ্গত, গত বছরের শুরুতে স্বামী যশের সঙ্গে নুসরাতের সম্পর্ক নিয়ে কিছু জল্পনা তৈরি হলেও পরে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটে। দুর্গাপুজোয় গোটা পরিবার নিয়ে পাহাড়ে ছুটি কাটাতেও দেখা গিয়েছিল তাঁদের। কাজের দিক থেকেও ব্যস্ত ছিলেন নুসরত। গত বছর পুজোর সময় একটি হিন্দি মিউজিক ভিডিওতে অভিনয় করেন তিনি, যেখানে তাঁর বিপরীতে ছিলেন অভিনেতা প্রিয়াঙ্ক শর্মা।
সব মিলিয়ে ঝাঁ-চকচকে আয়োজন নয়, ভালোবাসা আর আপনজনের সান্নিধ্যেই ছত্রিশের জন্মদিন স্মরণীয় করে রাখলেন নুসরাত জাহান।
আইকে/টিএ