আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচালের জন্য হীন প্রচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন নোয়াখালী-২ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।
নোয়াখালী-২ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।
শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর শেরে বাংলা নগরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন তিনি।
জয়নুল আবদীন বলেন, ‘বেগম খালেদা জিয়া প্রমাণ করেছেন বিএনপি টিকে ছিল। তার অসমাপ্ত কাজ শেষ করার জন্য আল্লাহ তারেক রহমানকে সৌভাগ্য দেন।’
নির্বাচনকে বানচালের হীন প্রচেষ্টা চলছে অভিযোগ করে তিনি বলেন, ‘অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মাধ্যমে ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করি।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়নে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
এদিকে বেগম জিয়ার সমাধিতে এসে ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশীদ হাবিব বলেন, ‘এদেশের মানুষকে এগিয়ে নিতে খালেদা জিয়া সারাজীবন সংগ্রাম করেছেন। তার অসমাপ্ত কাজ তারেক রহমান শেষ করবেন।’
দেশকে তাঁবেদারি মুক্ত করতে চান জানিয়ে তিনি বলেন, ‘লুকিয়ে থাকা মানুষরা হত্যার মাধ্যমে ১২ ফেব্রুয়ারির ভোটকে বানচাল করতে চায়। তারা ভয় দেখাতে চায়।’
মানুষের ভোট প্রদানের মাধ্যমে সেই ভয় আর থকবে না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আইনশৃঙ্খলা ক্ষেত্রে সরকার ব্যর্থ হলে সেই দায় সরকারকেই নিতে হবে।’
এছাড়া এদিন বিভিন্ন সংগঠনরে পাশাপাশি বেগম জিয়ার কবরে ফুলদিয়ে শ্রদ্ধা ও দোয়া মোনাজাত করেন অসংখ্য মানুষ।
এমআই/টিকে