বলিউডে সময়ের সঙ্গে সঙ্গে বয়স বাড়লেও জনপ্রিয়তা কমেনি হৃতিক রোশনের। শনিবার ৫২ বছরে পা দিলেন এই অভিনেতা। বয়স তাঁর কাছে যে কেবলই একটি সংখ্যা, তা আবারও প্রমাণিত। পর্দায় তাঁর উপস্থিতি, শরীরী ভাষা ও নৃত্যদক্ষতা আজও মুগ্ধ করে অনুরাগীদের। ‘গ্রিক গড’ তকমা পাওয়া এই তারকা প্রথম ছবি থেকেই দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন। তিন খানের সঙ্গে এক কাতারে বসে থাকা এই অভিনেতা জনপ্রিয়তার পাশাপাশি সম্পদের নিরিখেও বলিউডের প্রথম সারিতে।
বলিউড সূত্রে জানা গেছে, হৃতিক রোশনের মোট সম্পত্তির পরিমাণ প্রায় তিন হাজার একশ এক কোটি টাকা। অভিনয়, বিজ্ঞাপন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং ব্যক্তিগত ব্যবসা সব মিলিয়েই গড়ে উঠেছে তাঁর এই বিপুল সম্পদের ভাণ্ডার। শোনা যায়, প্রতি ছবিতে অভিনয়ের জন্য তিনি পঁচাত্তর থেকে একশ কোটি টাকা পারিশ্রমিক নেন। সাম্প্রতিক সময়ে বছরে একটির বেশি ছবিতে অভিনয় করেন না তিনি। দুই হাজার পঁচিশ সালে মুক্তি পাওয়া ‘ওয়ার টু’ এবং তার আগের বছর দীপিকা পাড়ুকোনের বিপরীতে ‘ফাইটার’ বক্স অফিসে ভালো সাড়া ফেলেছিল।
চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞাপন থেকেও বড় অঙ্কের আয় করেন হৃতিক। বিভিন্ন নামী সংস্থার বিজ্ঞাপনে কাজ করে প্রতিটি বিজ্ঞাপনের জন্য তিনি নাকি দশ থেকে বারো কোটি টাকা পারিশ্রমিক নেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর জনপ্রিয়তা বিপুল। পণ্যের প্রচারমূলক একটি পোস্ট থেকেই তিনি চার থেকে পাঁচ কোটি টাকা আয় করেন বলে জানা যায়।
এ ছাড়া ফিটনেস ও লাইফস্টাইলভিত্তিক পোশাকের একটি নিজস্ব ব্র্যান্ড রয়েছে তাঁর। এই ব্র্যান্ড ইতিমধ্যেই মানুষের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। দুই হাজার চব্বিশ–পঁচিশ অর্থবছরে এই ব্যবসা থেকেই দুইশ থেকে দুইশ বিশ কোটি টাকার আয় হয়েছে বলে সূত্রের দাবি।
সম্পত্তির তালিকায় রয়েছে একাধিক বিলাসবহুল বাড়ি। মুম্বইয়ের জুহু এলাকায় একটি ডুপ্লেক্স পেন্টহাউস কিনতে তিনি খরচ করেছিলেন প্রায় সাতানব্বই কোটি টাকা। ভারসোভা লিংক রোডের কাছেও রয়েছে আরও একটি পেন্টহাউস, যার মূল্য প্রায় সাতষট্টি কোটি টাকা। শহরের বাইরে লোনাবালায় সাত একর জমির ওপর গড়ে তুলেছেন একটি দামি খামারবাড়ি, যেখানে অবসর সময় কাটাতে পছন্দ করেন অভিনেতা।
গাড়ির সম্ভারও কম নয়। বিএমডব্লিউ, মার্সিডিজ ও মাস্টাংসহ একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে তাঁর সংগ্রহে। শুটিংয়ে যাতায়াতের জন্য রয়েছে আলাদা ভ্যানিটি ভ্যান। অভিনয় আর ব্যবসার সফল সমন্বয়ে ৫২ বছর বয়সেও হৃতিক রোশন তাই কেবল তারকা নন, বলিউডের অন্যতম সফল ধনকুবেরও।
এমকে/টিএ