অস্ট্রেলিয়া দলের পাকিস্তান সফরের সূচি ঘোষণা পিসিবির

বুধবার (১৪ জানুয়ারি) পাকিস্তান ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়া জাতীয় দলের পাকিস্তান সফরের সূচি ঘোষণা করেছে। চলতি মাসের শেষ দিকে পাকিস্তান সফরে এসে তিনটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের সবকয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

সূচি অনুযায়ী, ২৮ জানুয়ারি অস্ট্রেলিয়া দলের পাকিস্তানে পৌঁছানোর কথা। পরদিনই মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এরপর ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্রতিটি ম্যাচের টস অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (পাকিস্তান সময় ৫টা ৩০), আর ম্যাচ শুরু হবে ৭টায়।

এই সিরিজটি উভয় দলের জন্যই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ প্রস্তুতির সুযোগ এনে দেবে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর।

বিশ্বকাপে পাকিস্তান আছে ‘গ্রুপ এ’-তে, যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া। অন্যদিকে ‘গ্রুপ বি’-তে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও ওমান।

২০২২ এর মার্চ-এপ্রিলের পর এটি অস্ট্রেলিয়া দলের তৃতীয় পাকিস্তান সফর।  ওই সময় তারা একটি ঐতিহাসিক টেস্ট সিরিজ খেলেছিল, এরপর ওয়ানডে সিরিজ এবং একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়।

২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অস্ট্রেলিয়া তাদের তিনটি ম্যাচ পাকিস্তানেই খেলেছিল। ২০২২ সালের ৫ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত একমাত্র টি- টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়া তিন উইকেটে জয় পেয়েছিল।



পিসিবির চিফ অপারেটিং অফিসার (সিওও) সুমাইর আহমেদ সৈয়দ সিরিজটি নিয়ে আশাবাদ প্রকাশ করে সমর্থকদের মাঠে এসে দল দুটিকে সমর্থন জানানোর আহ্বান জানান।

তিনি বলেন, ‘লাহোরে তিন ম্যাচের টি- টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে স্বাগত জানাতে আমরা উচ্ছ্বসিত। এই সফরটি পাকিস্তান ক্রিকেট ভক্তদের জন্য বছরের একটি ব্লকবাস্টার শুরু এবং আমি তাদের অনুরোধ করছি, বিশ্বকাপের প্রস্তুতির শেষ মুহূর্তে থাকা দুই দলকে সমর্থন জানাতে যেন তারা বিপুল সংখ্যায় মাঠে আসেন।’

তিনি আরও বলেন, ‘২০২২ সালের মার্চ থেকে গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়া একটি টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং একটি টি- টোয়েন্টি খেলেছে, যে কারণে এই স্টেডিয়াম  এখন অস্ট্রেলিয়ান দলের কাছে পরিচিত এক ভেন্যু হয়ে উঠেছে।’

সবশেষ ২০২৪ সালের নভেম্বর মাসে পাকিস্তান ও অস্ট্রেলিয়া শেষবার দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল, যা ছিল অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানদে সিরিজ। মোহাম্মদ রিজওয়ানের অধিনায়কত্বে পাকিস্তান দল সেই সিরিজে ২- ১ ব্যবধানে ঐতিহাসিক জয় পায়, যা ছিল ২০০২ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের প্রথম সিরিজ জয়। তবে পরবর্তী টি- টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়িয়ে ৩- ০ ব্যবধানে জয় পায়।

ইতিহাসে পাকিস্তান ও অস্ট্রেলিয়া টি- টোয়েন্টি ম্যাচে এখন পর্যন্ত মোট ২৮ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ১৪টি ম্যাচ, পাকিস্তান জয় পেয়েছে ১২টিতে। একটি ম্যাচ টাই হয়েছে এবং আরেকটি ম্যাচে কোনো ফল আসেনি।

পাকিস্তান–অস্ট্রেলিয়া টি- টোয়েন্টি সিরিজের সূচি:

* ১ম টি- টোয়েন্টি: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি - সন্ধ্যা ৭:০০টা (বিডি)
* ২য় টি- টোয়েন্টি: শনিবার, ৩১ জানুয়ারি -  সন্ধ্যা ৭:০০টা (বিডি)
* ৩য় টি- টোয়েন্টি: রোববার, ১ ফেব্রুয়ারি - সন্ধ্যা ৭:০০টা (বিডি)

এমআই/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
বিগ ব্যাশে দুর্দান্ত বোলিংয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন রিশাদ Jan 14, 2026
img
ডায়েট ভুলে পাটিসাপটায় কামড় তাসনিয়া-দিব্যজ্যোতিদের! Jan 14, 2026
img
আফ্রিকার সবচেয়ে বড় বিমানবন্দর নির্মাণ করছে ইথিওপিয়া Jan 14, 2026
নদী নেই, মরুভূমিতে জলমহল: কুয়েতের প্রযুক্তি বিস্ময় Jan 14, 2026
প্রথমে ট্রফি জেতার চিন্তা করা যাবে না, ম্যাচ বাই ম্যাচ এগোতে হবে : তামিম Jan 14, 2026
ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে আইভরি কোস্ট-সেনেগাল ভক্তদের হতাশা Jan 14, 2026
img
জরুরি বৈঠকের পর বিবৃতি দিলো ইসলামী আন্দোলন বাংলাদেশ Jan 14, 2026
img
অতীত নিয়ে বেশি কথা বলতে চাই না : মালাইকা Jan 14, 2026
ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে আইভরি কোস্ট-সেনেগাল ভক্তদের হতাশা Jan 14, 2026
প্রথমে ট্রফি জেতার চিন্তা করা যাবে না, ম্যাচ বাই ম্যাচ এগোতে হবে : তামিম Jan 14, 2026
img
সাড়ে ৩ ঘণ্টা পর ফার্মগেটে শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, বৃহস্পতিবার থানা ঘেরাও Jan 14, 2026
img
বিচ্ছেদের গুঞ্জন মিথ্যে নয়, কৃতির বোনের প্রীতিভোজে একাকী বীর পাহাড়িয়া! Jan 14, 2026
img
দিশার প্রেমিক তলবিন্দরের অশ্লীল কাণ্ড, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা Jan 14, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামুনুল হককে শোকজ Jan 14, 2026
img
‘ভুল করছিলাম’, হাসপাতাল থেকে ফিরেই আবেগ ঘন বার্তা দেবলীনার Jan 14, 2026
img
‘স্পিরিট’ ছবিতে প্রভাসের পারিশ্রমিক ১৬০ কোটি, বাকি ৩ অভিনেত্রীরা পেলেন কত টাকা? Jan 14, 2026
‘সাহায্য আসছে’— ই-রা-ন-কে ট্রাম্পের দেয়া এই হু-ঙ্কা-রে-র নেপথ্যে কী Jan 14, 2026
img
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছি : পররাষ্ট্র উপদেষ্টা Jan 14, 2026
img
হলিউডের বাইরে, ভয়ের নতুন স্বাদ খুঁজে পেলেন অভিনেতা পরমব্রত Jan 14, 2026
img
‘দম’- এর শুটিংয়ে নিশো-পূজার ২৪ সেকেন্ডের ভিডিওতেই তোলপাড় Jan 14, 2026