চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। এ উপলক্ষ্যে নানা আয়োজনে উৎসবমুখর হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের সড়কগুলো বিভিন্ন বিভাগ এবং আঞ্চলিক ও গবেষণাধর্মী সংগঠনগুলোর লোগো এবং আল্পনায় রঙিন হয়ে উঠেছে।
ভর্তি ইচ্ছুক প্রার্থীদের সেবায় নিয়োজিত রয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন আঞ্চলিক সংগঠন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের থাকার জন্য হলের কক্ষগুলোতে ব্যবস্থা করে দিয়েছেন তারা। এছাড়াও পরীক্ষার্থীদের যে কোনো তথ্য দিয়ে সাহায্য করার জন্য বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল মাঠে আঞ্চলিক সংগঠনগুলো সহায়তা স্টল স্থাপন করেছে।
জানা যায়, এ বছর ভর্তি পরীক্ষায় ক’ গ্রুপে ১৩ হাজার ৯২ জন এবং ‘খ’ গ্রুপে ৮৫০ জনসহ সর্বমোট ১৩ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হিসেবে বিবেচিত হয়েছে। সে হিসেবে প্রকৌশল অনুষদের বিভাগ সমূহের জন্য ক গ্রুপে ১৫ জন এবং খ গ্রুপে স্থাপত্য বিভাগের জন্য ১৪ জন শিক্ষার্থী আসন প্রতি লড়াই করবে। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ১১ হাজার ৮৪ জন এবং ছাত্রী ২ হাজার ৮৫৮ জন।
চুয়েট কেন্দ্রে ৮ হাজার ৫০০ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। অন্য ২টি উপকেন্দ্রের মধ্যে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ১ হাজার ৩৬৫ জন ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে ৪ হাজার ৭৭ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। তবে 'খ' গ্রুপের পরীক্ষা শুধুমাত্র চুয়েট কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, চুয়েটে স্নাতক পর্যায়ে তিনটি প্রকৌশল অনুষদ এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের অধীনে মোট ১২টি বিভাগের ৯২০ টি আসন রয়েছে। এছাড়াও রাখাইন সম্প্রদায়ের জন্য ০১ টি, পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর (উপজাতি) জন্য ১০ টি সহ অতিরিক্ত ১১ টি আসন সংরক্ষিত রয়েছে।
ইউটি/টিএ