নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখা ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। সংবিধানে আলাদাভাবে কমিশনের কথা বলা আছে এবং এর স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে।
সকল মহলকে নির্বাচন কমিশনকে সহযোগিতা করার কথা বলা আছে। রাষ্ট্রপতিও নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা দেবেন এমন বিধান রয়েছে। তাই তাদের ওপর আস্থা রাখা ছাড়া আমাদের আসলে আর কোনো বিকল্প নেই।
তিনি বলেন, আজ পর্যন্ত আমাদের আপিলে প্রায় ৪০টি শুনানি হয়েছে।
এর মধ্যে এখন পর্যন্ত প্রায় ৩৫টি আপিল নির্বাচন কমিশন নিজেরাই শুনে মঞ্জুর করেছেন। এছাড়া হাইকোর্ট থেকে তিনটি আপিল ফেরত পেয়েছি। এখনো আরও তিনটি আপিল হাইকোর্টে বিচারাধীন রয়েছে। আমরা আশাবাদী, দুয়েকটি বাদে যেসব মনোনয়ন বাতিল হয়েছিল, সেগুলোর সবই ফেরত পাব। আমাদের প্রার্থীরা বিপুল উৎসাহ নিয়ে ভোটে অংশ নেবেন।
তিনি আরও বলেন, লেভেল প্লেয়িং ফিল্ডের তীব্র সংকট আমরা দেখছি। নির্বাচন কমিশনের ভেতরে হাতাহাতির ঘটনা ঘটেছে। কমিশনের করিডরেও হাতাহাতির ঘটনা ঘটেছে। এমনকি নির্বাচন কমিশনের অফিসের সামনে রাস্তায় পুলিশের উপস্থিতিতে চরমভাবে হাতাহাতির ঘটনা ঘটেছে।
এ সময় পুলিশ কার্যত কর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিল।
তিনি বলেন, আমরা মনে করি, নির্বাচন কমিশনের দায়িত্ব শুধু কমিশনের অফিসে সীমাবদ্ধ নয়, ৪২ হাজার ভোটকেন্দ্রে নির্বাচন পরিচালনা করতে হবে। যেখানে একটি অফিসই এখনো পুরোপুরি নিরাপদ নয়, সেখানে সারা দেশ কীভাবে নিরাপদ হবে, সে প্রশ্ন থেকেই যায়।
এ জায়গায় আমরা মনে করি, এখনো সরকার এবং নির্বাচন কমিশন নির্বাচন গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত করার জন্য যথেষ্ট শক্তিশালী হয়ে উঠতে পারেনি। প্রশাসনকে তাৎক্ষণিক অ্যাকশন নিতে হবে। কিন্তু প্রশাসনের কার্যক্রম খুবই ধীরগতির।
ইউটি/টিএ