নির্ধারিত মুক্তির মাত্র দুই মাস বাকি থাকলেও ‘পেড্ডি’ ও ‘দ্য প্যারাডাইস’কে ঘিরে উৎসাহিত দর্শকরা নতুন বছরের বা মকর সংক্রান্তির কোনো আপডেটের অপেক্ষায় ছিলেন। কিন্তু ইতিমধ্যেই তারা যা পেয়েছেন, তা শুধুই নিঃশব্দতা- কোনো টিজার নেই, ট্রেলার নেই, নতুন পোস্টারও নেই। শুধু… নিঃশব্দ।
এই অনিশ্চয়তা অনেকেই নানাভাবে ব্যাখ্যা করছেন। কোনো প্রচারাভিযান শুরু হয়নি, ভিডিও কনটেন্ট প্রকাশিত হয়নি এবং মুক্তির ঠিক আগে বাজারে ঝড় তোলার মতো কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। আবার, বোর্ড অফিসে একে অপরের সঙ্গে সংঘাত এড়িয়ে চলার কৌশলও হতে পারে। এ কারণে ভক্তরা ভাবছেন, এটি কি শুধুই একটি নতুন ধরনের মার্কেটিং কৌশল, নাকি কোনো ছবির মুক্তি পিছানোর ইঙ্গিত?
চলচ্চিত্র শিল্পের অভ্যন্তরে এই নিঃশব্দতা বড় ধরনের আলোচনা তৈরি করেছে। কেউ আশা করছেন, শীঘ্রই কোনো বিস্ময়কর প্রচার চালু হবে, আবার কেউ মনে করছেন অন্তত একটি ছবির মুক্তি পরিবর্তিত হতে পারে। না হলে, দুইটি ছবি একসাথে ভিড়ের মধ্যে ধীরগতিতে মুক্তি পাবে, যা দর্শক ও ব্যবসার জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে।
বর্তমান পরিস্থিতিতে শিল্প এবং ভক্ত উভয়ই খুবই সতর্কভাবে অপেক্ষা করছে। নিঃশব্দতা এতটাই বড় যে, তা যেন নিজেই খবরের ভাষা হয়ে উঠেছে।