এবার খামেনি পতনের ডাক দিল ট্রাম্প!

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সমালোচনার জবাবে এবার সরাসরি তেহরানের শাসনব্যবস্থায় পরিবর্তনের ডাক দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম পলিটিকোকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে।’

খামেনির এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ট্রাম্পকে লক্ষ্য করে দেওয়া একাধিক কঠোর পোস্ট পড়ে শোনানোর পর ট্রাম্প মন্তব্য করেন, ‘ইরানের সর্বোচ্চ নেতা তার দেশের সম্পূর্ণ ধ্বংসের জন্য দায়ী।’

শনিবার ট্রাম্প বলেন, খামেনির ৩৭ বছরের শাসনের অবসান হওয়া উচিত। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ কিছুটা স্তিমিত হয়ে আসার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন।

গত তিন সপ্তাহে ইরানে হাজার হাজার বিক্ষোভকারী নিহত হয়েছে বলে দাবি করা হয়। এ সময় ট্রাম্প বারবার সামরিক হস্তক্ষেপের হুমকি দেন। মঙ্গলবার তিনি ইরানিদের আন্দোলন চালিয়ে যাওয়ার এবং ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের’ আহ্বান জানান, দাবি করেন—‘সহায়তা পথে রয়েছে।’

তবে পরদিনই অবস্থান বদলে ট্রাম্প বলেন, তাকে জানানো হয়েছে যে হত্যাকাণ্ড বন্ধ হয়েছে। শনিবার সম্ভাব্য মার্কিন সামরিক অভিযানের মাত্রা সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘দুই দিন আগে ৮০০ জনের বেশি মানুষকে ফাঁসি না দেওয়াই ছিল তার জীবনের সেরা সিদ্ধান্ত।’

ট্রাম্পের এই মন্তব্য আসে খামেনির এক্স অ্যাকাউন্টে দেওয়া একাধিক কড়া বার্তার পরপরই। সেখানে খামেনি লেখেন, ‘ইরানি জাতির ওপর আরোপিত হতাহত, ক্ষয়ক্ষতি ও অপবাদের জন্য আমরা মার্কিন প্রেসিডেন্টকে দায়ী করি।” আরেক পোস্টে তিনি অভিযোগ করেন, সহিংস গোষ্ঠীগুলোকে ইরানি জনগণের প্রতিনিধি হিসেবে তুলে ধরা “একটি জঘন্য অপবাদ।’

খামেনির এসব মন্তব্যের জবাবে ট্রাম্প বলেন, তেহরানের শাসকগোষ্ঠী দমন-পীড়ন ও সহিংসতার ওপর নির্ভর করে দেশ চালায়।

ট্রাম্প বলেন, ‘একজন দেশের নেতা হিসেবে তিনি যে অপরাধে দোষী, তা হলো—দেশের সম্পূর্ণ ধ্বংস এবং নজিরবিহীন মাত্রার সহিংসতার ব্যবহার।’

তিনি আরও বলেন, “নেতৃত্ব মানে সম্মান—ভয় আর মৃত্যুর শাসন নয়।”

ব্যক্তিগত আক্রমণের সুরে ট্রাম্প খামেনিকে নিয়ে বলেন, ‘তিনি একজন অসুস্থ মানুষ, যিনি নিজের দেশ সঠিকভাবে চালানো উচিত এবং মানুষ হত্যা বন্ধ করা উচিত। দুর্বল নেতৃত্বের কারণে তার দেশ পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গাগুলোর একটি।’

এই পাল্টাপাল্টি বক্তব্য এমন এক সময়ে এলো, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনাপূর্ণ ভাষা আরও তীব্র হচ্ছে। সম্প্রতি এক ভাষণে খামেনি দাবি করেন, ‘ইরানি জাতি আমেরিকাকে পরাজিত করেছে।’

এ বিষয়ে ইরানি কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠকে জামায়াত আমিরের সফরসূচি চূড়ান্ত Jan 18, 2026
img
বিশ্বকাপ ম্যাচ শ্রীলঙ্কায় নিতে আবারও আইসিসিকে অনুরোধ বিসিবির Jan 18, 2026
মুসলিম ও ইহুদি একসঙ্গে রামায়ণে! Jan 18, 2026
ছবি ফ্লপ, তবু নায়কত্বে জিতলেন কার্তিক Jan 18, 2026
বিচ্ছেদের পর আমিরের জীবনে নতুন বসন্ত Jan 18, 2026
এক গানেই ইতিহাস, তামান্নার নতুন রেকর্ড Jan 18, 2026
img
যুদ্ধ বাদ দিয়ে হঠাৎ ইরানের প্রশংসায় ট্রাম্প, নেপথ্যে তেহরানের সুস্পষ্ট হুমকি Jan 18, 2026
img
ডেমরা স্টাফ কোয়ার্টারে সিএনজি-লেগুনা সংঘর্ষে প্রাণ গেল ১ জনের Jan 18, 2026
img
প্রকৃতিতে বড় পরিবর্তন, স্বাভাবিকের চেয়ে দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি বেশি Jan 18, 2026
img
দেবীদ্বারে অটোরিকশাচালক হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩ Jan 18, 2026
img

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

টসের সময় ভুল বোঝাবুঝি, ম্যাচ শেষে হাত মেলালো বাংলাদেশ-ভারত Jan 18, 2026
img
দ্বৈত নাগরিক-ঋণ খেলাপিদের নির্বাচনে সুযোগ দিলে রাজপথে নামব: আসিফ মাহমুদ Jan 18, 2026
img
‘পেড্ডি’ ও ‘দ্য প্যারাডাইস’ নিয়ে নেই কোনো প্রচারণা, বাড়ছে নানান জল্পনা-কল্পনা Jan 18, 2026
img
ইন্টারনেট বন্ধ করে উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচন, মুসোভেনিরের নিরঙ্কুশ জয় Jan 18, 2026
img
আল্লু অর্জুনের AA23 কাহিনি ফাঁস, নতুন সুপারহিরোর উত্থান! Jan 18, 2026
img
থামছেন না রজনীকান্ত, জেলার টু-এর পরেই নতুন ছবির প্রস্তুতি Jan 18, 2026
img
তুম্বাডের পর মায়াসভা নিয়ে ফিরছেন রাহি অনিল বারভে Jan 18, 2026
img
বাংলাদেশকে এবার সুখবর দিল কুয়েত Jan 18, 2026
img
চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’ তালিকায় সাবেক মন্ত্রী-মেয়র, আ.লীগ-বিএনপি নেতা Jan 18, 2026
img
নেটফ্লিক্সে আসছে নানির বহু প্রতীক্ষিত ছবি ‘প্যারাডাইস’ Jan 18, 2026