নারী কর্মীদের হেনস্তার প্রতিবাদে মিরপুরে জামায়াতের বিক্ষোভ
মোজো ডেস্ক 11:40AM, Jan 21, 2026
জামায়াতে ইসলামীর নারী কর্মীদের হেনেস্তা ও হামলার প্রতিবাদে মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়।
বুধবার (২১ জানুয়ারি) সকালে বারেক মোল্লা মোড় থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় আমতলয়া এলাকায়।
মিরপুরে কোন সন্ত্রাসীদের জায়গা হবে না, প্রতিবাদ মিছিলে এমন শ্লোগান দেন দলটির কর্মীরা।
এ সময় বক্তারা বলেন, জামায়াতের নারী কর্মীরা সাংগঠনিক কাজ করতে গেলে হেনস্তা করা হচ্ছে। জামায়াত শান্তিপূর্ণ নির্বাচন চায়। তবে কেউ বিশৃঙ্খলা করতে চাইলে ছাড় দেয়া হবে না। নারী কর্মীদের হেনস্তা করার চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেয়া হবে।