আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ না জিততে পারলে ভারতের কোচ গৌতম গম্ভীরকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে পারে বলে জানিয়েছেন সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ গম্ভীরের জন্য টিকে থাকার লড়াই বলা যায়।
ভারতের কোচ হওয়ার পর মুদ্রার দুই পিঠই দেখেছেন গৌতম গম্ভীর। একদিকে একের পর এক দ্বিপাক্ষিক সিরিজ হেরে সমালোচনার মুখে পড়েছেন, অপরদিকে ভারতকে এশিয়া কাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাও জিতিয়েছেন।
তবে সাম্প্রতিক কয়েকটি সিরিজে তাদের পারফর্মেন্সে হতাশ সমর্থকরা। ভক্ত ও সমর্থকদের মতো হতাশ ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি। বর্তমানে পশ্চিমবঙ্গের যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে আছেন মনোজ। ইনসাইড স্পোর্টসকে মনোজ বলেছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ট্রফি জিততে না পারলে গম্ভীরকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে পারে ভারতের ক্রিকেট বোর্ড।
মনোজ বলেন, ‘ভারত যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে না পারে, তাহলে আমার মনে হয় বিসিসিআইয়ের উচিত গৌতম গম্ভীরকে নিয়ে বড় ও কঠিন সিদ্ধান্ত নেয়া। যদিও বিসিসিআই সচিব বলেছেন, চুক্তির মেয়াদ পূর্ণ করবেন গম্ভীর এবং তাকে সরিয়ে দেয়ার প্রশ্নই ওঠে না। তবে আমার মনে হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে ফলাফল পক্ষে না এলে বিসিসিআই বড় সিদ্ধান্ত নেবে এবং তাকে সরিয়ে দেয়া হবে।’
মনোজ আরও বলেন, ‘আমার মনে হয়, এক্ষেত্রে প্রক্রিয়া অনুসরণ করা উচিত। রাহুল দ্রাবিড় যখন কোচ ছিলেন এবং কোনো সফরে তিনি যেতেন না, তখন ভিভিএস লক্ষণ কোচ হিসেবে যেতেন। দ্রাবিড়ের পর তারই কোচ হওয়া উচিত ছিল সহজাত প্রক্রিয়ায়। আমার মনে হয়, বোর্ডের উচিত লক্ষণকে রাজি করানো, কারণ সে ঠাণ্ডা মাথার মানুষ, খুবই ভালো মানুষ। কোচিংয়ের অনেক অভিজ্ঞতা তো আছেই। তাকে দায়িত্ব নিতে রাজিত করানো উচিত বোর্ডের।’
এসকে/এসএন