ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রচার সম্পাদক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোহা. আব্দুল করিম সরকারের নেতৃত্বে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপি কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে ফুলবাড়িয়া প্রেস ক্লাব সংলগ্ন ২৪ চত্বরে শেষ হয়।
মিছিল শেষে সমাবেশে মোহা. আব্দুল করিম সরকার বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে হয়ে ভোটের মাঠে কাজ করতে হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই।
তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে বিপ্লব ঘটিয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে। প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করতে হবে।
তিনি আরো বলেন, আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও মর্যাদাপূর্ণ।
যেখানে কৃষকদের জন্য কৃষি কার্ড, বিবাহিত নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং যোগ্যতার ভিত্তিতে বেকার সমস্যার সমাধান করা হবে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবি সিদ্দিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশিকুল হক আশিক, মাসুদ আহামেদ, অ্যাডভোকেট হুমায়ুন কবীর, সাইদুর রহমান মাস্টার, ইসহাক আলী, আইযূব আলী সরকার, প্রভাষক এনামুল হাসান, গোলাম সারওয়ার, জেলা যুবদলের সহ সভাপতি আনার সাদাত আনার, সহ সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিছ, যুবদল নেতা ইকবাল হোসেন, আকরাম শিকদার, এ কে এম হুমায়ুন কবির, আজিজুর রহমান আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব কুদরত ই কামাল উজ্জ্বল, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক রেজাউল করিম খান রাসেল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব আলামিন সাদাত, সাবেক যুগ্ম আহ্বায়ক এজিএম ফাহাদ, ইমদাদুল হক মিলন, রাকিবুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাসমত আলী মন্ডল, ফুলবাড়িয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. রোমান মিয়া প্রমূখ।
আরআই/টিকে