ভালোবাসা, বিরহ আর মানবিক অনুভূতির গল্প বলার জন্য যিনি দর্শকের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন, সেই ইমতিয়াজ আলি আবার ফিরছেন নতুন সিনেমা নিয়ে। এবার তাঁর নতুন ছবিতে একসঙ্গে দেখা যাবে দিলজিৎ দোসাঞ্জ, বেদাং রায়না, শর্বরী ও বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিন শাহকে। ভিন্নধর্মী এই অভিনয়শিল্পীদের সমন্বয় ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
এখনো নাম ঠিক না হওয়া ছবিটি বর্তমানে পোস্ট প্রোডাকশনের পর্যায়ে রয়েছে। নির্মাতারা জানিয়েছেন, আগামী ২০২৬ সালের ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা। প্রযোজনায় রয়েছে অ্যাপ্লজ এন্টারটেইনমেন্ট, উইন্ডো সিট ফিল্মস ও মোহিত চৌধুরী।
এই ছবির আরেকটি বড় আকর্ষণ হলো সংগীত। আবারও একত্রিত হয়েছেন ইমতিয়াজ আলি, এ আর রহমান ও গীতিকার ইরশাদ কামিল। এর আগে তাঁদের যৌথ কাজে ‘রকস্টার’, ‘তামাশা’ ও ‘হাইওয়ে’র মতো স্মরণীয় গান পেয়েছেন দর্শক। নতুন ছবিতেও আবেগময় ও হৃদয় ছুঁয়ে যাওয়া সুরের প্রত্যাশা করছেন অনেকে।
নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে অভিজ্ঞ শিল্পীর উপস্থিতি এই সিনেমাকে আলাদা মাত্রা দেবে বলেই মনে করা হচ্ছে। প্রেম, অনুভূতি আর সংগীতের মিশেলে ইমতিয়াজ আলির এই নতুন যাত্রা ২০২৬ সালের অন্যতম আলোচিত সিনেমা হতে চলেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
ইউটি/টিএ