বলিউডের প্রেম ও সম্পর্কের কাহিনি এখনও দর্শকদের মধ্যে কৌতূহলের অন্ত নেই। সম্প্রতি এক আলোচনায় পরিচালক শৈলেন্দ্র সিংহ তুলে ধরলেন নায়ক সালমান খান এবং নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চন-এর সম্পর্কের নেপথ্যের নানা গল্প। তিনি জানান, দুই তারকার সম্পর্ক তিনি খুব কাছ থেকে দেখেছেন। যদিও বর্তমানে নায়কের সঙ্গে তার তেমন ঘনিষ্ঠতা নেই, এক সময়ে ভাইজানের সঙ্গে শৈলেন্দ্রের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ।
পরিচালক শৈলেন্দ্র সিংহ বলেন, “সালমান এবং ঐশ্বরিয়া-র সম্পর্ক ছিল হিংস্র প্রেমের কাহিনি। তখন নায়িকা সচিন তেন্ডুলকরের আবাসনেই থাকতেন, মাঝেমাঝেই সালমান সেখানে যাতায়াত করতেন। অনেকেই এই কাহিনি জানেন। আমি যদিও ঐশ্বরিয়াকে আগের সম্পর্ক থেকে চিনতাম, তবুও আমাদের কখনও ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়নি।”
শৈলেন্দ্র আরও বলেন, ইন্ডাস্ট্রিতে ঐশ্বরিয়া-র খুব বেশি সম্পর্কের খবর নেই। নিজের ব্যক্তিগত জীবনকে তিনি সর্বদা গোপন রেখেছেন। সালমানের আগে ঐশ্বরিয়া সম্ভবত সুপারমডেল রাজীব মুলচন্দানির সঙ্গে সম্পর্কে ছিলেন, তবে সেই সম্পর্ক নিয়ে কোনো বড় আলোচনা হয়নি। পরবর্তীতে সালমানের সঙ্গেও তাদের বন্ধুত্ববিচ্ছেদ ঘটে। পরিচালক শৈলেন্দ্রের স্মৃতিচারণে উঠে এসেছে এই সম্পর্কের উষ্ণতা এবং ইন্ডাস্ট্রির আড়ালে থাকা ব্যক্তিগত জীবনকে নিয়ন্ত্রণ করার নায়িকার মনোভাব।
এই স্মৃতিকথা এখনও বলিউড প্রেমের কাহিনিতে রঙ যোগ করে, এবং দর্শককে মনে করিয়ে দেয় যে তারকার ব্যক্তিগত জীবনও কতটা নীরব, কিন্তু তবু আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে।
আইকে/টিকে