অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমির দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিল বাংলাদেশ। তাই নির্ভার থেকেই সুপার সিক্সের শেষ ম্যাচটি খেলতে নেমেছিল আজিজুল হাকিম তামিমের দল। নিয়ম রক্ষার এই ম্যাচে জিম্বাবুয়েকে ৭৪ রানে হারিয়ে বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশের যুবারা।
হারারেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৩ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ৪৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৭৮ রান করে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল।
২৫৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই ধুঁকেছে জিম্বাবুয়ে। ১৫ রানেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় তারা। এরপর সিম্বারাসে মুদুজেনগেরে দলের হাল ধরেন। অধিনায়ক একাই করেন ৭০ রান। তবে কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেনি। ফলে দুইশর আগেই অলআউট হয়।
এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই রিফাত বেগকে হারায় বাংলাদেশ। তবে এরপর জাওয়াদ আবরার ও আজিজুল হাকিম দলকে ভালো শুরু এনে দেন। জাওয়াদ ২৫ রান করে ফিরলেও জাওয়াদ ফিফটির দেখা পেয়েছেন।
ভালো শুরুর পেলেও তামিমের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। একমাত্র রিজান ছাড়া আর কেউই থিতু হতে পারেননি। এই মিডল অর্ডার ব্যাটার করেছনে ৪৭ রান। শেষদিকে ক্যামিও খেলেছেন আল ফাহাদ। তাতে আড়াইশ স্পর্শ করে বাংলাদেশ।
টিজে/টিকে