কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় সাক্ষাৎকার প্রদানকরার অভিযোগে বাংলাদেশী মো. রায়হান কবিরকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া পুলিশ। মালয়েশিয়ার সরকার জানিয়েছে, তারা রায়হানকে বাংলাদেশে নির্বাসনে বা ফেরত পাঠাবে।
সেই সঙ্গে মালয়েশিয়ায় আজীবনের জন্য প্রবেশের অধিকারও হারাবেন রায়হান। রায়হান কবিরকে এরই মধ্যে কালো তালিকাভুক্ত করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন ও অভিবাসন বিভাগ।
শনিবার দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক খায়রুর দায়াইমি দাউদ বলেছেন, রায়হান কবির মালয়েশিয়ার অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশী গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন। যা মালয়েশিয়ার ইমিগ্রেশন ও অভিবাসন আইনের পরিপন্থি। তাই তাকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
এদিকে মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার এর এক প্রতিবেদনে বলা হয়েছে, টানা দুই সপ্তাহ ধরে গোয়েন্দা তৎপরতার পরে শুক্রবার রায়হান কবিরকে গ্রেপ্তার করা হয়।
টাইমস/এসএন