পাল্টে যাচ্ছে 'শ্রুতিকটূ' সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম

দেশের যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম শ্রুতিকটূ বা দৃষ্টিকটূ, এমন সব বিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

নির্দেশনায় বলা হয়েছে, দেশের ভাষা ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রুতিকটূ বিদ্যালয়গুলোর নাম পরিবর্তন করতে হবে। সেই সঙ্গে বিদ্যালয়গুলোর জন্য সুন্দর ও গঠনমুলক নাম পাঠানোর আহবানও জানানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) খালিদ আহমেদ জানান, সারাদেশে এমন কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম আছে যা শ্রুতিমধুর নয়। বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। যে কারণে এধরণের সব প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয় সরকার।

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে নীলফামারী জেলার সদর উপজেলার ‘মানুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর নাম ‘মানুষগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামকরণ করা হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: