যুক্তরাষ্ট্রে দাবানলে ২৫ জনের মৃত্যু, ঘরবাড়ি ছাড়ছে লাখ লাখ মানুষ

যুক্তরাষ্ট্রের অরেগন, ওয়াশিংটন ও ক্যালিফোর্নিয়ার উপকূলীয় বনাঞ্চলে ভয়াবহ দাবানল শুরু হয়েছে। আগুনের তীব্রতায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে তিন অঙ্গরাজ্য।

এরই মধ্যে আগুনে হাজার হাজার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এ পর্যন্ত অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। আগুনের লেলিহান শিখা দ্রæত ছড়িয়ে পড়তে শুরু করেছে। আগুন থেকে প্রাণে বাঁচতে ঘরবাড়ি ছাড়তে শুরু করেছে বাসিন্দারা।

অরেগন অঙ্গরাজ্যের গভর্নর কেইট ব্রাউন সিএনএনকে জানিয়েছেন, প্রাণঘাতী দাবানল শুরু হওয়ার পর থেকে অঙ্গরাজ্যে কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন। এ অঙ্গরাজ্যে প্রায় ৫০০ বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে অরেগন অঙ্গরাজ্যের ৫ লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

মার্কিন গণমাধ্যম সিএনএন তাদের প্রতিবেদনে জানিয়েছে, দাবানল নিয়ন্ত্রণে তিনটি অঙ্গরাজ্যে বিপুল পরিমাণ দমকল কর্মী কাজ করছে। দাবানল ছড়িয়ে পড়া এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে অরেগন অঙ্গরাজ্যের ইমারজেন্সি ম্যানেজমেন্ট দপ্তর (ওইএম) জানিয়েছে, দাবানলের কারণে লোকজন ঘরবাড়ি ছেড়ে যাওয়ার পর বিভিন্ন এলাকায় লুটপাটের ঘটনা ঘটছে। লুটপাট ঠেকাতে অরেগন ন্যাশনাল গার্ড ও ওরেগন রাজ্য পুলিশকে দায়িত্ব দেয়া হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি বেশ কয়েক মাসের লাগাতার দাবানলে যুক্তরাষ্ট্রের মোট ৪৫ লাখ একর এলাকা পুড়ে ছাই হয়েছে। যা দেশটির কেনেটিকাট অঙ্গরাজ্য থেকেও বড়।

 

টাইমস/এসএন

Share this news on: