নাটোরের বাগাতিপাড়ায় এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় বাগাতিপাড়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই ছাত্রীর বাবা।
জানা গেছে, গত সোমবার নিজ বাড়ি থেকে বেলা ১১টার দিকে তমালতলা বাজারে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য বাড়ি থেকে বের হন ওই কলেজছাত্রী। পরে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় তার বাবা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।
বাগাতিপাড়া মডেল থানার ওসি নাজমুল হক জানান, নিখোঁজ ছাত্রীকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে।
টাইমস/এসজে/এসএন