ব্রহ্মপুত্রে বালু উত্তোলন: জামালপুরে হুমকির মুখে কোটি টাকার ব্রিজ

জামালপুরের ইসলামপুর উপজেলার শহীদ বীর উত্তম খালেদ মোশাররফ ব্রিজ সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। এতে চরম হুমকির মুখে পড়েছে কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি।

সরেজমিনে দেখা গেছে, ইসলামপুর উপজেলায় বীর উত্তম খালেদ মোশাররফ সেতু সংলগ্ন ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে ভেকু বসিয়ে মাটি কেটে নিচ্ছে প্রভাবশালীরা। প্রশাসনের অভিযান ও বাঁধাকে তোয়াক্কা না করে দেদার মাটি ও বালু উত্তোলন করা হচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করেন, ব্রহ্মপুত্র থেকে বালু ও মাটি উত্তোলন করায় আবাদি জমি নদে বিলীন হওয়ার ঝুঁকি বেড়ে গেছে। এছাড়া কোটি টাকা খরচ করে বানানো বীর উত্তম খালেদ মোশাররফ সেতুও ঝুঁকির মধ্যে পড়েছে। এভাবে বালু ও মাটি উত্তোলন অব্যাহত থাকলে অচিরেই ব্রিজটি ক্ষতির মুখে পড়বে।

এব্যাপারে অভিযুক্ত মাটি ব্যবসায়ী শাহিন ও সুজন জানান, আমরা প্রশাসনকে ম্যানেজ করে মাটি উত্তোলন করছি।

ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান জানান, এর আগে জরিমানা করে বালু উত্তোলন বন্ধ করেছি। একজনের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে। আবারও অভিযান চালানো হবে।

 

টাইমস/এবি/এসএন

Share this news on: