দেশে আসছে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন

চলতি মাসের ২১ থেকে ২৫ তারিখের মধ্যেই করোনা ভ্যাকসিনের প্রথম ধাপের চালান দেশে আসবে। অক্সফোর্ডের ভ্যাকসিন উৎপাদনকারী ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইন্সটিটিউট প্রথম ধাপে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন বাংলাদেশে পাঠাবে।

সোমবার (১১ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

সূত্রটি জানায়, জানুয়ারির ২১ থেকে ২৫ তারিখের মধ্যে দেশে ভ্যাকসিন এসে পৌঁছাবে। প্রথম ধাপে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন আনা হবে। যদিও আগে প্রথম ধাপে ২৫ লাখ ডোজ ও দ্বিতীয় ধাপে ২৫ লাখ ডোজ ভ্যাকসিন আনার সিদ্ধান্ত ছিল।

 

টাইমস/এসএন

Share this news on: