বিএনপি চাইলে আগে ভ্যাকসিন দেয়া হবে : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি আগে ভ্যাকসিন নিতে চাইলে তাদের যেন আগে ভ্যাকসিন দেয়া হয়। এজন্য আমি স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করব।

বুধবার (২০ জানুয়ারি) দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সংবাদপত্র পরিষদ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এই নেতা আরও বলেন, প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ যেভাবে করোনা মোকাবিলা করেছে, তা সর্বমহলে প্রশংসিত হয়েছে। বিশ্বসভায় প্রধানমন্ত্রীর জন্য বাংলাদেশ প্রশংসিত হয়েছে।

তিনি বলেন, তারা (বিএনপি) মনে করেছিল এই করোনা মহামারি সরকার সঠিকভাবে মোকাবিলা করতে পারবে না। কিন্তু সরকারের প্রচেষ্টায় করোনা আজ নিয়ন্ত্রণে। যে কারণে বিএনপি প্রচণ্ড হতাশ। তারা (বিএনপি) গুজব রটিয়েছিল যে, সঠিক সময়ে দেশে ভ্যাকসিন আসছে না। কিন্তু আমরা আজ দেখলাম, সঠিক সময়েই দেশে ভ্যাকসিন আসছে। এমনকি আমরা বিনামূল্যে ভ্যাকসিন পাচ্ছি, ভারত সরকারের উপহার হিসেবে।

হাছান মাহমুদ বলেন, একটি নীতিমালার ভিত্তিতে সরকার ভ্যাকসিন প্রয়োগ করবে। যারা করোনাকালীন সম্মুখসারির যোদ্ধা, তাদের সবার আগে ভ্যাকসিন দেয়া হবে। তবে বিএনপি যদি আগে ভ্যাকসিন নিতে চায় আমি স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করতে পারি বিএনপিকে যেন আগে ভ্যাকসিন দেয়া হয়।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ