উপহার হিসেবে চীনের দেয়া সিনোভ্যাকের পাঁচ লাখ ডোজ করোনার টিকা আগামী ১২ মে দেশে আসছে। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (৫ মে) দুপুরে একটি জাতীয় দৈনিককে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।
ড. একে আবদুল মোমেন বলেন, এরই মধ্যে চীন আমাদের পাঁচ লাখ ডোজ করোনার টিকা উপহার হিসেবে দেয়ার কথা ঘোষণা করেছে। উপহারের এই টিকা আগামী ১২ মে বাংলাদেশে পৌছবে বলে চীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের কাছ থেকে বাণিজ্যিকভাবেও টিকা সংগ্রহের চেষ্টা চলছে। চীন থেকে টিকা কেনার বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় দেখাশোনা করছে। এ জন্য মন্ত্রণালয়ে একটি কমিটিও আছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে টিকা কেনার ব্যাপারে বিভিন্ন তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছে।
প্রসঙ্গত, ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হওয়ার পরই মূলত সরকার চীন থেকে টিকা পাওয়ার চেষ্টা শুরু করেছে। চীনও টিকা সরবরাহ করতে বাংলাদেশ সরকারকে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। এছাড়া চীনের পাশপাশি রাশিয়াও বাংলাদেশকে করোনার টিকা দেয়ার জন্য প্রস্তুত রয়েছে।
টাইমস/এসএন