বলিউডে নিষিদ্ধ পাকিস্তানি সংগীতশিল্পীরা!

বলিউডে নিজেদের স্থান পাকাপোক্ত করে নিয়েছেন পাকিস্তানি অনেক শিল্পী। ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের অসংখ্য ভক্ত-সমর্থক কিন্তু মাঝে মধ্যেই বলিউডে পাকিস্তানি শিল্পীদের বয়কটের দাবি ওঠে।

বৃহস্পতিবার পুলওয়ামায় ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর নতুন করে নিষিদ্ধের মুখে পড়ছেন তারা। খবর ইন্ডিয়া টুডের।

সম্প্রতি কাশ্মীরের পুলওয়ামাতে পাকিস্তানি জঙ্গি হামলায় ভারতবর্ষ কেঁপে উঠেছে। এই হামলায় ৪২ জন সামরিক সদস্য নিহত হয়েছেন। আর এর জের ধরেই পাকিস্তানের শিল্পীদের বিরুদ্ধে তেতে উঠেছে বলিউড।

ইতোমধ্যেই মহারাষ্ট্র নবনির্মাণ সেনা সংগঠন (এমএনএস) থেকে বলিউডের বিভিন্ন রেকর্ডিং স্টুডিওতে পাকিস্তানি সংগীতশিল্পীদের বাদ দিয়ে ভারতীয় অন্য কাউকে দিয়ে গান গাওয়ানোর নোটিশ দিয়েছে।

শনিবার এমএনএসের চলচ্চিত্র শাখার প্রধান অময় খোপকর ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, টি-সিরিজ, সনি মিউজিক, ভেনাস, টিপস মিউজিকসহ বেশ কয়েকটি মিউজিক কোম্পানির সঙ্গে আমরা মৌখিকভাবে যোগাযোগ করে বলেছি, পাকিস্তানি গায়কদের সঙ্গে যেন কাজ না করে তারা। শিগগিরই এই কোম্পানিগুলোর উচিত কাজ বন্ধ করা অথবা আমরা আমাদের মতো করে কার্যকর ব্যবস্থা নেব।

এমএনএসের এমন সতর্কতার পর জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম এবং রাহাত ফাতেহ আলী খান-এর গাওয়া বেশকয়েকটি গান ইউটিউব থেকে তুলে নিয়েছে টি-সিরিজ।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on: