রাসেল ডমিঙ্গোই থাকছেন টাইগারদের প্রধান কোচ

এখনই প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে চাকরি থেকে ছাঁটাই করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন আফগানিস্তান সিরিজেও তিনিই থাকছেন। এরপর দক্ষিণ আফ্রিকা সিরিজেও প্রোটিয়া কোচ থাকতে পারেন। এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমাদের হাতে এখন বিকল্প প্রধান কোচ নেই। জেমি সিডন্সকে ব্যাটিং পরামর্শক হিসেবে আনা হচ্ছে। এই মাসের শেষে বা ফেব্রুয়ারির শুরুতেই সে আসবে। প্রধান কোচ কিন্তু এখন হাতে নেই। কয়েকদিন আগে বোর্ড সভাপতিও বলেছেন। নিশ্চয়ই আপনাদের মনে আছে; সামনে যেহেতু আমাদের হাতে কোনো কোচ নেই এবং প্রধান কোচকে একটা চুক্তির আওতায় এনেছি। তাই আমরা তাকে নিয়েই কন্টিনিউ করছি।’

তবে প্রধান কোচ পরিবর্তন হবে না, এমন কথাও বলেননি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান। জালাল ইউনুস বলেন, ‘যদি কোনো পরিকল্পনা থাকে, ওনি (পাপন) বলেছেন জানুয়ারিতে পরিবর্তন হতে পারে। বোর্ডের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।’

বাংলাদেশ দলের কোচিং প্যানেল ঢেলে সাজানোর পরিকল্পনা আছে জানিয়ে তিনি বলেন, ‘সেটিরই অংশ হিসেবে সাবেক প্রধান কোচ জেমি সিডন্সকে আনা হচ্ছে। এখন একের পর এক খেলা। নিউজিল্যান্ড সিরিজ শেষে এখন বিপিএল। এরপর আফগানিস্তান সিরিজ। সেটা শেষ হতে না হতেই পুরো দল দক্ষিণ আফ্রিকায় চলে যাবে। ব্যস্ত সূচি হওয়ায় এখন পর্যন্ত ডমিঙ্গো বহাল আছে।’

‘আমাদের মাথায় পুরো কোচিং প্যানেল নিয়েই চিন্তা আছে। গিবসন চলে গেলো, সিডন্স আসবে। আমাদের সবকিছু ঢালাওভাবে সাজাতে হবে,’ যোগ করেন বিসিবির অন্যতম শীর্ষ এই কর্মকর্তা। 

Share this news on:

সর্বশেষ

img
কানাডায় শিখ নেতা নিজ্জর হত্যার অভিযোগে তিন ভারতীয় গ্রেপ্তার May 04, 2024
img
মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত May 04, 2024
img
তাপপ্রবাহ: আজ বন্ধ থাকবে ২৫ জেলার সব স্কুল-মাদরাসা May 04, 2024
img
ব্রাজিলে ভারী বৃষ্টিতে নিহত ৩৯, নিখোঁজ ৭০ May 04, 2024
img
তানজিদের অভিষেক ফিফটিতে টাইগারদের বড় জয় May 03, 2024
img
শনিবার থেকে ট্রেনে বাড়তি ভাড়া, কোন রুটে কত May 03, 2024
img
আরআরআর'র সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক তাওহীদুল ইসলাম May 03, 2024
img
মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হলো আসিফের May 03, 2024
img
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা : জয়দেবপুর স্টেশন মাস্টারসহ তিনজন সাময়িক বরখাস্ত May 03, 2024
img
নির্বাচনী আচরণবিধি না মানলে কাউকে ছাড় দেয়া হবে না: ইসি রাশেদা May 03, 2024