একাদশ সংসদ নির্বাচনে ভারতের সাহায্য প্রয়োজন: বিকল্প ধারা

বিকল্প ধারার মহাসচিব আবদুল মান্নান বলেছেন, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। নির্বাচনের আগে তাদের সাহায্য প্রয়োজন।

সোমবার দুপুরে রাজধানীর বারিধারায় বিকল্পধারার চেয়ারম্যানের বাসভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শিংলার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন বিকল্পধারা মহাসচিব।

আবদুল মান্নান বলেন, আমরা চাই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক আরও উন্নতি হোক। এখন যেহেতু নির্বাচনের সময় তাই নির্বাচন নিয়ে আলোচনা চলেই আসে। তবে আমাদের মূল আলোচনা ছিল ভারত ও বাংলাদেশের সুসম্পর্ক নিয়ে।

এদিকে বাংলাদেশের নির্বাচন বিষয়ে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এটা নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই।

তিনি সাংবাদিকদের বলেন, এটি সৌজন্য সাক্ষাৎ ছিল। আলাপ আলোচনা হয়েছে। আমরা যুক্তফ্রন্টকে বুঝতে চেয়েছি, তাদের আদর্শ ও সামগ্রিক বিষয়, তাদের ভাবনা।

বৈঠকে বি. চৌধুরী ছাড়াও বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, বি. চৌধুরীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী বীর বিক্রম, যুক্তফ্রন্টের মুখপাত্র ও বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহি বি. চৌধুরী উপস্থিত ছিলেন।

Share this news on: