জর্জ বার্নার্ড শ ১৮৫৬ সালের ২৬ জুলাই আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন আইরিশ নাট্যকার এবং লন্ডন স্কুল অফ ইকোনোমিক্সের সহ-প্রতিষ্ঠাতা।
বার্নার্ড শ ৬০-এর অধিক নাটক রচনা করেছেন। এছাড়াও তিনি ছিলেন একাধারে প্রাবন্ধিক, উপন্যাসিক এবং ছোট গল্পকার। তিনি সামাজিক বিভিন্ন ধরনের সমস্যাগুলো হাস্যরসের ছদ্মাবরণে অত্যন্ত দক্ষ শিল্পীর হাতে ফুটিয়ে তুলতেন।
তার কয়েকটি বিখ্যাত নাটক হলো- ‘দ্য ডেভিলস ডিসিপ্লিন’, ‘মেজর বারবারা’, ‘সেইন্ট জন’, ’অন দ্য রক’, ‘দ্য ম্যান অফ ডেসটেনি’, ‘ সেকস ভার্সেস সাভ’ ইত্যাদি।
সাহিত্যকর্মে অবদানের জন্য ১৯২৫ সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন।
তিনি ১৯৫০ সালের ২ নভেম্বর ইংল্যান্ডের হার্টফোর্ডশায়ারে পরলোকগমন করেন।
তার একটি উক্তি-
“জীবনের দুটি দুঃখ আছে। একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা, অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটি প্রত্যাশা করা।”