সন্ত্রাসীর গুলি নিহত সেনা কর্মকর্তাকে গার্ড অব অনার প্রদান


চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় নিহত সেনা সদস্যকে গার্ড অব অনার প্রদান করেছে সেনাবাহিনী,দুপুরে তার নিজ বাসভবনে জানাজা ও দাফন কার্য সম্পন্ন হয়। 


বান্দরবানের দুর্গম পাহাড়ী এলাকায় সেনা বাহিনীর একটি টহল দলের উপর পাহাড়ি সন্ত্রসী কুকি চীন বাহিনীর হামলায় নিহত নাজিম উদ্দীনের গ্রামের বাড়িতে এখন শোকের মাতম চলছে।



রবিবার দুপুরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে জাতীয় শিশু দিবস-২০২৩ ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মা ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদানের উদ্দেশ্যে দুর্গম এলাকায় যাওয়া টিমের নিরাপত্তায় নিয়োজিত সেনাসদস্যদের উপর এ হামলার ঘটনা নিহত হন তিনি।

এদিকে স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে নাজিম উদ্দীনের স্ত্রী ও তার দুই ছেলে।
নাজিম উদ্দীনের বড় ছেলে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং ছোট ছেলে এইচ এস সি পরীক্ষার্থী।

সেনাবাহিনী নাজিমের পরিবারের সাথে সব সময় থাকবে বলে আশ্বাস দিয়েছেন সেনাবাহিনী। 

Share this news on: