টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি পরীক্ষার্থীকে হামলার ঘটনায় ২ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার দিন রাতেই তাদের গ্রেপ্তার করে মির্জাপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মীর দেওহাটা গ্রামের তমিজ উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম বাবু (২৪), একই গ্রামের মালেক মিয়ার ছেলে রাসেল মিয়া (২৪)।
জানা যায়, মঙ্গলবার দুপুরে কুমারজানি পূর্বপাড়া গ্রামের শওকত সিকদারের ছেলে এসএসসি পরীক্ষার্থী আশরাফুল সিকদার শিমুলের উপর হামলা চালায় কিশোর গ্যাংয়ের কয়েক সদস্য। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা করা হয়। পরে তার বাবা বাদী হয়ে মির্জাপুর থানায় ওই দিনই একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ওই রাতেই দুই আসামীকে গ্রেপ্তার করা হয়।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ মো. আবু সালেহ মাসুদ করিম বলেন, এ ঘটনায় বুধবার ১৪ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এস.আই শাহজাহান এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা হিসেবে কাজ করছেন। আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে তাদের কোর্টে প্রেরণ করা হয়েছে। প্রসঙ্গত, এ মামলার এক আসামী অসুস্থ্য থাকায় তাকে পুলিশি হেফাজতের মাধ্যমে চিকিৎসা করানো হচ্ছে।